Header Ads

আবার বাংলা ভাগের দাবী তুলছে ধুরন্ধর রাজনীতিবিদ রা

নয়া ঠাহর ,শিলচর

আবারও বাঙলা ভাগের উষ্কানী। এবার খোদ বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুখে শোনা গেল রাজ্য ভাগের প্রস্তাব। এক ভিডিও বার্তায় তিনি বলেন, উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। 
     এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানায় ‘আমরা বাঙালী’ দল। দলের পক্ষে কেন্দ্রীয় সচিব জোতিবিকাশ সিনহা ও সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস বলেন- বাঙলা সহ গোটা দেশে বিজেপির বিপর্যয়ের পরেও এদের শিক্ষা হয় না! শরিকদের ভরে সরকার টেকাতে  হয় যাদের তাদের মুখে এই ধরনের আলটপকা মন্তব্য হাস্যকর। এতদিন বলছিল উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য ঘটন করতে হবে, এখন আবার কি সব প্রলাপ বকছে। আসলে নেই কাজ তো খই ভাজ। এরা বাঙলা বাঙালীর চরম শত্রু, বাঙলার উন্নয়ন না করে বাঙলাতে বিভ্রান্ত সৃষ্টি করে প্রচারের আলোয় আসা এদের লক্ষ্য। আমরা পরিষ্কার বলে দিচ্ছি বাঙলা ভাগ আমরা মানবো না। উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা চলবে না। এর ফল বিপরীত হবে এটা যেন বিজেপির রাজ্য সভাপতি মনে রাখেন।শরিক দের ভরে কেন্দ্রে তৃতীয় বারের জন্য গদি দখল করে বাঙলাতে বঙ্গভঙ্গের উষ্কানী দিয়ে অস্থির অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিটি বাঙালীকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন অজুহাতেই বাঙলা ভাগ মানবো না। বিজেপিকে জবাব দিতে হবে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য  বাজেটে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? উত্তরবঙ্গের চা চাষের উন্নতির জন্য কি উন্নয়ন মূলক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার? বিজেপি আগে এর জবাব দিক। নির্লজ্জ বাঙালী বিদ্বেষী বিজেপিকে ধিক্কার। 

           নিবেদক—
        উজ্জ্বল ঘোষ
 কেন্দ্রীয় প্রচার সচিব, আমরা বাঙালী
   ২নং বল্লভ স্ট্রীট, কলকাতা-০৪

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.