Header Ads

গাছ প্রতিস্থাপন

গাছ প্রতিস্থাপন 


হাওড়া স্টেশনের প্রস্তাবিত ২৪ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ৭টি ৫০ বছরের পুরনো গাছকে সম্প্রতিক প্রতিস্থাপিত করেছে রেল। নতুন প্লাটফর্ম নির্মাণের জায়গা বার করার জন্য ওই গাছগুলির প্রতিস্থাপন জরুরি ছিল বলে রেল সুত্রে খবর। সাতটি গাছের  মধ্যে তিনটি বট, তিনটি অশ্বত্থ এবং একটি কদর। গাছগুলিকে গুঁড়ির বেশ খানিকটা উপর থেকে ডাল ছেঁটূ প্রায় ২৫ টন ক্ষমতাসম্পন্ন  ক্রেন ব্যবহার করে ট্রকের মাধ্যমে ১ কিলোমিটার দূরে ফাঁকা জায়গায়  স্নানকারিত করা হয়। সেখানে যথেষ্ট গভীর গর্ত খুঁড়ে বিভিন্ন ছাত্রক নিরোধী রাসায়নিক এবং জৈব সার ব্যবহার করে গাছগুলিকে পুনরায় বসানো হয়েছে। আগে থেকে প্রস্তুতি নিয়ে ওই কাজ সম্পূর্ণ করতে প্রায় ১০ ঘন্টা লাগে। হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমারের তত্বাবধানে ওই কাজ সম্পূর্ণ করা হয় বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জননসংযোগ অধিকারিক কৌশিক মিত্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.