Header Ads

বিশিষ্ট সাংবাদিক কোভিন কার্টার বিশ্বে বুভুক্ষ মানুষের দুর্দশা থেকে মুক্তি পেতে আত্ম হত্যার পথ বেছে নেন

অমল গুপ্ত,কোলকাতা :  দক্ষিণ আফ্রিকার  সুদানে  দূর্ভিক্ষ পীড়িত অঞ্চলে  এক কঙ্কাল সার বুভুক্ষ শিশু  উপুড় হয়ে পড়ে আছে  দেখে এক শকুন লোলুপ দৃষ্টিতে এগিয়ে যায় রুগ্ন মৃতপ্রায় শিশুটির দিকে।সেই মুহূর্তে র ছবি তুলে বিখ্যাত হয়ে পড়েন বিশিষ্ট চিত্র সাংবাদিক কভিন কার্টার ।এই বিখ্যাত ছবিটি   নিউইয়র্ক টাইমস   প্রকাশ পায় ১৯৯৩ সালে  ২৬মার্চ এই শকুনের লোলুপ দৃষ্টির সামনে কঙ্কালসার অসুস্থ শিশুর ছবি  তুলে কভিন  মার্টার হতাশ  অনু শোচনা  প্রবণ হয়ে আত্মহত্যা করেন।   বিশ্বের  একজন মানুষ অভুক্ত না  থাকে সুদানের দুর্ভিক্ষ পীড়িত মানুষের মত অবস্থা না হয় সেই আশা ব্যক্ত করে দুনিয়া ছেড়ে  চলে যান।। সেই বিখ্যাত ছবি তুলে   ফটোগ্রাফার  পুলিত জার পুরস্কার পান।  আম্বানি  সয়েবদের  হাই ভোল্টেজ বিবাহ মহোৎসব  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.