Header Ads

বাংলার মা মাটি মানুষের অস্তিত্ব রক্ষা, দেশ রক্ষার তাগিদে ২১ জুলাই বিজয় দিবস:মমতা বন্দ্যপাধ্যায়

অমল গুপ্ত ,কান্দি  জেল রোড : ২১ জুলাই তৃনমূল সরকার শহীদ দিবস হিসাবে উদযাপন করে। এই দিনে যুব কংগ্রেসের ১৪ জন জ্যোতি বসু সরকারের পুলিশে গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন। মূখ্যমন্ত্রী মমতা   বন্দ্যপাধ্যায় আজ শহীদদের  প্রণাম জানিয়ে বলেন  তিনমুল দলে কেউ নেতা নেই, সবাই কর্মী।বলেন তুনমুল নতুন প্রবীণ কর্মীদের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। সাধারণ সম্পাদক অভিষেক  ব্যানার্জী বিদেশ থেকে চিকিৎসা করে ফিরেছেন। সারা রাজ্যের প্রতি জেলা থেকে লাখ লাখ কর্মী কলকাতা ধর্মতলা তে পৌঁছেছেন।সড়ক পথে, জল পথে  সব আসছেন।লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনে  দলের সফলতা বলে আজ বিজয় দিবস হিসাবে পালিত হচ্ছে। ফ্লেক্স, বেনার ফেস্টুন সর্বত্র মমতা ছবি। ঢাক ঢোল বাজছে। লক্ষ্মীর ভান্ডারের  নতুন রঙিন টুপি,   উল্লাস  উন্মাদনা  আবেগ ,  ২১ এর হাই ভোল্টেজ সমারোহ সবার নজর কেড়েছে।একজন সমর্থক মশা সেজেছেন।রাজ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই সাজ।১৯৯৩ সালে ২১ জুলাই পুলিশের গুলিতে অন্য যুব কংগ্রেস সদস্যদের সঙ্গে মমতা ও আহত হয়েছিলেন।আজ গুরুপূর্ণিমা উপলক্ষে উত্তরবঙ্গের তৃনমূল  সমর্থক র সাদা রঙের হওয়ায় চপ্পল  নেত্রীকে উপহার দেবেন।আজ গুরু পূর্ণিমা দিন আকাশ বাতাস কাঁপিয়ে জয় বাংলা বলার আহবান জানান অভিষেক ব্যানার্জী।বলেন বিজেপি র আছে ইডি সংবাদ মাধ্যম ,সিবিআই , পেশী শক্তি আর তৃণমুলের আছে জনতা জনার্দন  বলেন বিশ্বের সবচেয়ে কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি তে শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কে কেন গ্রেফতার করা হলনা।কেন পার্থ chaterjee কে গ্রেফতার করা হল।।সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ২১ এর শহীদদের প্রতি  সম্মান প্রদর্শন করেন।দিদির জনপ্রিয়তা দেখে মুগ্ধ হন।দলের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে  চলেন।বলেন দিদির দলে জীবন উৎসর্গ করার কর্মী নেতা আছেন।বলেন দিল্লির সরকার টিকবে না। ইন্ডিয়া ক্ষমতা দখল করবে।অল্প দিনের  অতিথি। গুর পূর্ণিমা উপলক্ষে সবাইকে প্রণাম জানিয়ে বলেন বিজেপি আর ক্ষমতায় আসবে না।তাদের আন্দোলনের জন্যে দেশের মানুষ সচিত্র পরিচয় পত্র পেয়েছেন।বলেন তৃনমূল দল সর্ব ধর্মের দল সবাইকে। বলেন মালদহ কুচবিহার আগামী দিনে তৃনমূল কে সমর্থন করবে। অন্যায় করবেন না ।অন্যায় বরদাস্ত করবেন না। তিনি তৃনমূল অপরাধী কে গ্রেফতার করেছে।  তিনি অন্যায় মেনে নেন না।বলেন বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না।বলেন কারো চাকরী বাতিল হবে না। ওবিসি থাকবে।
দু কোটির বেশী মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি। নারী জাতির উপর  অত্যাচার বরদাস্ত করা হবে না।বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নেই টাকা দিয়ে কিনেছে। বৃষ্টি এলে স্নান করলে সব ধুয়ে যাবে। নোংরা জলে স্নান করবেন না। হাজরা মোড়ে মেরে ছিল মাথায় ৪৫টি সেলাই পড়েছিল।তারপর ও সংগ্রাম চলেছে। দূর্নীতি র সঙ্গে আপস করবেন না। দূর্নীতি মেনে নেবনা। যতদিন বাঁচব ততদিন লড়ব। বৃষ্টি থেকে গেল প্রকৃতি শান্ত হল ।প্রকৃতি।আমাদের আশীর্বাদ দিয়েছে। বলেন বাংলাদেশে যারা পড়াশুনা করতে গিয়েছে তাদের পাশে তারা দাঁড়াবে।বলেন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র তারা দরজা ধাক্কা দিলে তারা  রেসপন্স দেবে।কারণ রাষ্ট সংঘ  নির্দেশ আছে। তৃণমূলে কোনো নেতা নেই। সবাই কর্মী।। জাতীয় সঙ্গীতের আগে মমতা বলেন বৃষ্টির মত  বিজেপি যাবে  তৃনমূল ক্ষমতায় আসবে। শেষে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হাত ধরে   অঙ্গীকার করেন দিল্লির মসনদে তারা বসবে। কেও রুখতে পারবে না। অন্যায় করব না দূর্নীতি করবনা  দূর্নীতি হলে প্রতিবাদ করবো। লাস্ট  বলেন খেলা হবে।







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.