Header Ads

২১ জুলাই মঞ্চে ইউসুফ ছিলেন

২১ জুলাই মঞ্চে ছিলেন ইউসুফও 


মার্চের ১০ তারিখে কলকাতায় ব্রিগেডের জনগর্জন সভায় বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রান্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে চরম দিয়েছিল তৃণমূল।  সেদিন ব্রিগেডের সভা শেষে যাম্পে হেঁটে দলের অন্য প্রার্থীদের সঙ্গে প্রকাশ্যে এসেছিলেন ইউসুফ। আর গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীর মতো হেডিওয়েট প্রার্থীকে বহরমপুর থেকে পরাজিত করে জায়ান্ট কিলার হয়েছেন ইউসুফ। সংসদের অধিবেশনে যোগদান এবং ইংল্যান্ডে সেলিব্রেটি ক্রিকেট লিগ খেলা নিয়ে ব্যস্ততার কারণে দীর্ঘ দিন বহরমপুরেও অনুপস্থিত ছিলেন। সমালোচনা শুরু হতে দিন কয়েক আগেই বহরমপুর এসেছিলেন ইউসুফ। একুশে জুলাইয়ের সমর্থনে জেলার কয়েকটি জায়গায় দলীয় কর্মসূচিও করেছেন। আর রবিবার কলকাতায় ধর্মতলায় একুশে জুলাইয়ের সভামঞ্চে জেলার অন্য দুটি সাংসদ আবু তাহের খান এবং খলিলুর রহমানের  সঙ্গে খেলা দেখা গেল ইউসুফ পাঠানকেও। 
   বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন ভোট পূর্ব থেকে এ পর্যন্ত সাড়ে তিন মাসে মাত্র চারদিন গুজরাতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে কাটাতে পেয়েছেন ইউসুফ। তিনি বহরমপুরে এসে কর্মসূচি করেছেন। এদিন শহীদ দিবসের সভামঞ্চেও ছিলেন। সোমবার লোকসভার অধিবেশন শেষে তিনি পুনরায় বহরমপুর আসবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.