Header Ads

বহরমপুরে সাংসদ ইউসুফ পাঠান জেলায় না থেকে লন্ডনে ক্রিকেট খেলতে গিয়েছেন

বিদেশে ক্রিকেট খেলছেন ইউসুফ

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন বহরমপুর ছেড়ে গিয়েছেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান। তার পর থেকে তিনি বহরমপুরমুখী হননি। সবে লোকসভার অধিবেশন শেষ হয়েছে। ফের অধিবেশন বসবে। অন্যদিকে এখন ইংল্যান্ডে সেলিব্রেটি ক্রিকেট লিগ খেলতে ব্যস্ত ইউসুফ পাঠান। যা নিয়ে হইচই শুরু হয়েছে বহরমপুরে। সমাজ মাধ্যমেও নানা মন্তব্য ধেয়ে আসছে। শাসকদলের আন্দরে যেমন তাঁর বহরমপুরের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই বিরোধীরাও নানা প্রশ্ন তুলেছেন। বিশেষ করে জেলা কংগ্রেস নেতৃত্ব দাবি করেছে এমনটা যে হবে তাঁরা ভোটের সময় জনগণকে বলেছিলেন। আর ইউসুফ পাঠান এখন তা বাস্তবে রূপ দিচ্ছেন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ইউসুফের বহরমপুরমুখী না হওয়া নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন দলেরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সাংসদ হিসেবে ইউসুফের এলাকায় দ্রুত আসা উচিত বলেও তিনি মন্তব্য করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.