Header Ads

দেশের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি র ছেলে অনন্ত র বিয়ে মুম্বাই এ প্রাক বিবাহ উৎসব শুরু হয়েছে

নয়া ঠাহর ,অমল গুপ্ত, কলকাতা : দেশের বিশিষ্ট  শিল্পপতি মুকেশ আম্বানি  পত্নী নিতা আম্বানির  তাদের পুত্রের বিয়েতে সারা বিশ্বের সেলিব্রিটি দের আমন্ত্রণ জানিয়েছেন।  দেশের হলিউড তারকা অমিতাভ বচ্চন শাহরুখ খান সহ শতাধিক  অভিনেতা অভিনেত্রী আছেন।দেশের রাজনৈতিক  ব্যক্তিত্ব রাও আমন্ত্রিত।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় ইতোমধ্যে। মুম্বাই পৌঁছেছেন।অনুষ্ঠানে আমন্ত্রিতদের নিয়ে আসার জন্যে তিনটি জেট বিমান বুক করা হয়েছে।এছাড়া একশো ব্যক্তিগত বিমান দেশ বিদেশের রাজনীতিক নেতাদের নিয়ে আসবে।  ২৭ তলা  এ ন্তিলিয়া  ভবনে বিয়ে হচ্ছে। শিল্পপতি কন্যা রাধিকা মার্চেন্ট  এর সঙ্গে পুত্রের বিয়ে হচ্ছে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্না ইনফ্যান্ত্রিসাও  আমন্ত্রণ গ্রহন করে আসছেন।  রবিবার রিসেপশন  বিয়ের হলদি মেহন্দি চলছে  গরীব মানুষদের এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ঢোকলা ,নিরামিষ পোলাও  নানা দামী মিষ্টি  পরিবেশন করা হচ্ছে যে দেশে ২৭শতাংশ মানুষ দারিদ্র সীমার তলে বাস করে সেই দেশে ৫০০০০ কোটি টাকার  রাজকীয় বিয়ে  দেশকে চমকে দিয়েছে। মেনে নিতে কষ্ট হচ্ছে। এই বিয়েতে দেশের ডান বাম সব রাজ নীতি বিদ  শিল্পপতি আশীর্বাদ নিতে ছুটে যাচ্ছেন। রাজনীতিবিদদের লজ্জা বোধ নেই ।  নির্বাচনী বন্ড  এ   শিল্পপতিরা কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে তাই তাদের বিয়েতে যেতেই হবে তাই দেশের রাজনীতিবিদরা  দৌড়ে     মুম্বাই  এ  হাজির হচ্ছে।১০০ টি সাধারণ বিমান ,  তিনটি  বিলাসী চার্টার্ড  জেট বিমান বুক করা হয়েছ  অতিথি দের আনার জন্যে।  এই চরম বিলাসিতা দেশ কখনও দেখেনি।     দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আজ যাবার কথা আছে।   দেশে র বহু শিল্পপতি দেশ লুট করে বিদেশে পালিয়েছে । দেশে রতন টাটা র মত শিল্প পতি আছেন তারাও ভাবতে পারেন না কোটি কোটি টাকা ব্যয় করে এই রকম রাজকীয় বিবাহ। তিনি তার আয়ের ৬৫শতাংশ টাকা দেশের উন্নয়নে ব্যয় করেন।  আর কিছু না হোক বিদেশ থেকে নর্তকী আনতে কোটি টাকা দেবেন না।।  হলিউড কে উড়িয়ে আনবেন না।মুম্বাইয়ের জিও গার্ডেনে   অনন্ত আম্বানি  রাধিকা মার্চেন্ট বিয়ের আসর জমেছে। চাঁদের হাট বসেছে। সারা বিশ্ব থেকে অতিথিরা আসছেন।  এই মেগা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচ গান করেন বিশিষ্ট অভিনেতা সালমান খান  তার জন্যে ১০ কোটি টাকা নিয়েছেন  বলে সোশ্যাল মিডিয়া অভিযোগ করেছে। অভিষেক বচ্চন নিয়েছেন ২৮ লাখ, অক্ষয় কুমার নিয়েছেন ৬,কোটি টাকা, দীপিকা নিয়েছেন ৬ কোটি টাকা নিয়েছেন বলে সোশ্যাল মিডিয়া সূত্রে  জানা গেছে।। অমিতাভ বচ্চন,  জয়া বচ্চন কে সঙ্গে নিয়ে পূর পরিবার আজ বিবাহ আসরে  পা দেন।এর আগে জামনগর প্রাক  বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। পরে ৭হাজার কোটি টাকা ব্যয় করে ক্রুজে বিবাহ অনুষ্ঠান হয়েছিল। এবার নিজের স্থান মুম্বই  এ জিও  পার্কে  চূড়ান্ত ও বিয়ের অনুষ্ঠান চলছে। রবিবার রিসেপশন । সারা বিশ্বের সেলিব্রিটিরা উপস্থিত থাকবে।উপহারের নাজির গড়ছে অতিথিরা ।শাহরুখ খান দিয়েছেন  ৫কোটি টাকার লাক্সারি স্পোর্টিং  কার,।রাজমাতা নিতা আম্বানি দিয়েছেন৫৬০ কোটি টাকার বহুমূল্য হিরা।উপহার দেন। গুজরাটে  জামনগরে প্রথম প্রাক  বিবাহ উৎসবে বিশ্বের  ফেস বুকের মালিক জুকারবার্গ  তিনদিন আগেই ভারতে এসেছিলেন। 
 বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি বিল গেটস এসে ছিলেন, গুগল প্রধান সুন্দর পুচাই , বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি , প্রীতি আদানি , শচীন।টেন্ডুলকর   অনিল আম্বানি  কোকিলা আম্বানি প্রমুখ আমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। নিতা আম্বানি পুত্র বধু রাধিকা কে ৩৪৫ কোটি টাকার সোনার তৈরি শাড়ি উপহার দিয়েছেন। এই উৎসবে  গান গেয়েছেন অরিজিৎ শ্রেয়া ঘোষাল , বিদেশের জাস্টিন বিবর ৪০ কোটি টাকা নিয়ে গান গাইতে এসেছিলেন। রেহানা  গান গাইতে নিয়েছেন ৩২ কোটি টাকা।এবার অলিম্পিক কাপানো জাকিরা গান গাইতে আসছেন। রাধিকার ৩৪৫ কোটি টাকার সোনার পোশাকে এক চিঠি খোদাই করা হয়েছে  রাধিকার ২২তম জন্মদিনে  অনন্ত ভালবাসার কথা লিখেছিলেন।গানের আসর। মাতিয়ে দিলেন জাস্টিন বিবর সলমন খান শাহরুখ খান  আকাশ আম্বানি  গানের আসরে নিতা আম্বানির মুকেশ আম্বানিরাও  সঙ্গ দিয়েছেন। এশিয়ার অন্যতম ধনী শিল্পপতি  মুকেশ আম্বানির। পত্নী নিতা আম্বানির বিলাসী জীবন নজরে । আছে তিনি আমেরিকা থেকে  লিপস্টিক আমদানি।করেন ৪০  লাখ টাকার সেট।জাপানি চা খান এক কাপের  দাম পরে তিন লাখ টাকার। মত।দামী কাপ প্লেট বিদেশ থেকে আমদানি করেন।  বাড়িতে গাড়ি কালেকশন  করেন রোল রয়েস গাড়ি সহ ৫০০ গাড়ি আছে।শাড়ি কালেকশন আছে। নিজের জেট বিমানে বিশ্ব ভ্রমণ করেন আমাদের মহারানী। এই রাজকীয় বিয়ে  বর্জন করেন ক্রিকেটার বিরাট কোহলি র মত মুষ্টিমেয় কয়েকজন। দারিদ্র পীড়িত  ভারতের গ্রামের রাস্তাঘাট, এই জল দূষণ গুরুত্ত পেলো না দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ২৪ ঘণ্টা আম্বানি পারিবারের রাজকীয় বিবাহ অনুষ্ঠান দেখিয়ে গেল। এই আমাদের গণতন্ত্রে স্তম্ভ সংবাদ পত্রের ভূমিকা। বড় লজ্জা আর পরিতাপের কথা।প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ  পাওয়া বিশিষ্ট শিল্পপতি মুখেশ আম্বানির   পুত্র কে আশীর্বাদ করে গেলেন। দেশের চারধামের ধর্ম গুরু র আশীর্বাদ নিলেন  মুকেশ আম্বানি  ।যোগগুরু রামদেব ও নাচলেন ।আম্বানি সমস্ত দেশ কে  নাচা লেন।





 





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.