Header Ads

বাঘডাঙার হেরিটেজ পাঁচ মাথা শিব মন্দির


নয়া ঠাহর ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাঘডাঙা তে সবুজ গাছ গাছড়া ছায়া আবৃত পাঁচ মাথার শিব কে ঘিরে ১৪ টি শিব মন্দির ভারতের অন্যতম দ্রষ্টব্য , দেশের হেরিটেজ স্মারক হিসেবে স্বীকৃতি পাওয়ার সব গুণ থাকতেও অবহেলা হয়ে পড়ে আছে। কান্দির ট্যুরিজম সার্কিট হিসাবে সি ফ এ প্রোজোক্ট হিসাবে পুরোনো সাইনবোর্ড ঝুলছে। বাস্তবায়ন হয়নি। অবহেলা অমর্যাদার সঙ্গে পড়ে আছে অবিলম্বে সংস্কারের প্রয়োজন। এর কাছেই গোপালের টুঙ্গি তারই ইতিহাস আছে হেরিটেজ স্বীকৃতি পেতে পারে। বড় বড় গাছের ছায়া ভাঙাচোরা মন্দির পাশে টিনের ছাউনী গোপাল ঠাকুর। পর্যটক দের আকর্ষণের কেন্দ্রে বিন্দু অবহেলার শিকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.