উত্তর পূর্ব ভারত বাংলা সাহিত্য সভার কলকাতার সফল অধিবেশন
সংবাদবাদ দাতা নয়া ঠাহর; :গতকাল *উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্য সভা*-'র কলকাতা অধিবেশন শহিদ তর্পণ থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সার্থক করে তুলতে যারা সাংগঠনিক দায়িত্ব নির্বাহ করেছেন তাদের সকলকে অকুণ্ঠ অভিনন্দন। সকলেই ভাষামাতৃর প্রতি তাদের কর্তব্য সম্পাদন করেছেন।তাই পৃথক ভাবে সকলের নাম উল্লেখ করছি না।শুধু যে মানুষটির অসাধারণ শ্রম ও সাধনা আমাকে বিস্মিত করেছে তার নামটি সকলের অবগতির জন্য এখানে তুলে ধরছি।তিনি আর কেউ নন,এই সাহিত্য সভার সুদক্ষ সংগঠক সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।
উদালগুড়ির টংলা থেকে অর্ধশতাধিক প্রশিক্ষিত তরুণ শিল্পী,শিক্ষয়িত্রী ও গুণীজনদের নিয়ে কলকাতা পৌঁছে বিখ্যাত যোগেশ মাইম একাডেমিতে এত সফল আয়োজন অভূতপূর্ব।ইতিমধ্যে সাহিত্য সভার কলকাতা শাখাও যোগ্য ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়েছে।সাহিত্য ও মাতৃভাষাপ্রেমীদের ভিড়ে ঠাসা এই অনুষ্ঠানে আসাম,পশ্চিমবঙ্গ,বিহার, ওড়িশা ছাড়াও বাংলাদেশের আমন্ত্রিত অথিতিরা উপস্থিত থেকে বাংলা ভাষা,বাঙালি বিশ্ব,ভাষা আন্দোলন ও বহমান সংগ্রাম সম্পর্কে নিজ নিজ মতামত তুলে ধরেন ।ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মেজদা শরৎচন্দ্র বসুর নাতনি তপতী ঘোষ,বাংলা পক্ষের কর্ণধার গর্গ চট্টোপাধ্যায়,প্রবীণ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়,ভাষাশহিদ কমলা ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্রী বর্ণালী ভট্টাচার্য,নেতাজি গবেষক ড. জয়ন্ত চৌধুরী, করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ,ভাষাযোদ্ধা ডাঃ রাজীব কর,সাংবাদিক সুমন ভট্টাচার্য,বিহার বাঙালি সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক সুনির্মল দাস,শিলঙের সাংস্কৃতিক বোদ্ধা মালবিকা বিশারদ সহ আরও অনেকেই।ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ভাস্কর বণিক,সাধারণ সম্পাদক সুপ্রিয় মুখার্জি সহ কমিটির সকল সদস্যরা। বাংলাদেশ থেকে আসেন আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ করিম ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম।
মৃন্ময় ব্যানার্জি ও বোধিসত্ত্ব তরফদারের সাবলীল সঞ্চালনাও অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করে।গতকালের অনুষ্ঠানে সাহিত্য সভার বাৎসরিকী *ঋতম* এবং বর্ণালী ভট্টাচার্যের লেখা একটি ইংরেজি গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য পর্ব ছিল,বাহান্ন ও একষট্টির ভাষা আন্দোলনের ইতিহাস নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরা।
নীহার রঞ্জন পাল
কার্যকরী সভাপতি,কেন্দ্রীয় কমিটি।
কোন মন্তব্য নেই