Header Ads

বাংলাদেশে হত ,৩২ ক্ষমতায় থাকতে চান না হাসিনা

বাংলাদেশে হত ৩২

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সম্পূর্ণ বনধ বা কমপ্লিট শাটডাউন -এ রণক্ষেত্র হল বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ গোটা দেশে আন্দোলনকারীদের হটাতে পুলিশে, লাঠি, গুলি, প্লাস্টিক বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। দিনের শেষে পুলিশ রাব, বিজিবির সঙ্গে মারমুখী আন্দোলনকারীদের সংঘর্ষে অনন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে। 
 সংবাদ সংস্থা এএকপি। এর মধ্যে অধিকাংশই ছাত্র। বাকিরা গোল্ডগোলের মধ্যে পড়ে বেঘোরে প্রাণ হারানো পথচলতি মানুষ। বাংলাদেশ টিভি সেন্টার আক্রমণ করে। শেখ হাসিনা বলেন জগণ যদি না চান তবে   তিনি এখনই প্রধান মন্ত্রী পদ ছাড়তে রাজি।অনেক দিন দায়িত্ব থাকলাম। তিনি বলেন  বাংলাদেশের  স্বাধীনতা লড়ায়ে  যারা প্রাণ আহুতি  দিয়ে ছেন তাদের সন্তানদের জন্যে ৩০ শতাংশ চাকরী সংরক্ষণ করা হবে।রাজাকারদের  জন্যে   সংরক্ষণ নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.