শিলচরে বি ডি এফ একাডেমি সাহিত্য পুরস্কার ভূষিত সুতপা চৌধুরী কে সম্বর্ধনা জানাল
নয়া ঠাহর শিলচর
অকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত কবি সুতপা চক্রবর্তীকে সংবর্ধনা জানাল বিডিএফ।
দেরাজে হলুদ ফুল, গতজন্ম - এই কাব্যগ্রন্থের জন্য সম্প্রতি মর্যাদাপূর্ণ সাহিত্য অকাদেমি যুব পুরস্কার পেয়েছেন বরাকের তরুণী সুতপা চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য আজ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে সম্মাননা জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর প্রতিনিধিবৃন্দ।
এদিন সম্মাননা সূচক একটি মানপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয় বিডিএফ এর পক্ষ থেকে। মানপত্রে কবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে যদিও কবির কোনো নির্দিষ্ট দেশ নেই তবু যেহেতু বরাক উপত্যকায় গড়ে উঠেছে তার মনন ,তাই এই স্বীকৃতি প্রকৃতপক্ষে প্রান্তিক, অবহেলিত এই উপত্যকারই স্বীকৃতি বলে বিডিএফ মনে করে। এ তাঁদের পরম গৌরব। কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁরা জানান যে এ তাঁদের প্রত্যয় যে আগামীতে তাঁর কলম তীক্ষ্ণ থেকে আরো তীক্ষ্ণতর হবে,অন্ধ সময়ে চক্ষুষ্মান হয়ে থাকবে তাঁর তরুণ কবি প্রতিভা, চারপাশের স্থবিরতা চূর্ণ করে কলরব করবে তার সৎসাহসী লেখনী।
এদিনের মানপত্র গ্রহন করে কবি সুতপা চক্রবর্তী এজন্য বিডিএফ প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বিনীতভাবে বলেন যে যদিও এই সম্মাননা পেয়ে তার ভালো লাগছে তবে একসাথে লজ্জাও লাগছে কারণ তিনি মনে করেন যে এমন উল্লেখযোগ্য কিছুই তিনি করেননি যারজন্য এতটা সম্মান তার প্রাপ্য ।
বিডিএফ এর এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় সহ জয়দীপ ভট্টাচার্য,হৃষীকেশ দে, দেবায়ন দেব, হারাধন দত্ত, অপর্ণা দেব প্রমূখ।
বিডিএফ এর পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।
কোন মন্তব্য নেই