অশান্ত মনিপুর গেলেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী
অমল গুপ্ত, দেশের উত্তর পূর্বের ছোট্ট রাজ্য মনিপুর স্থানীয় মেইতে -কুকি জনগোষ্ঠির সংঘর্ষে উত্তাল ।এই সংঘর্ষে ২০০ বেশি নিহত ৮ হাজারের বেশি ঘর ছাড়া ।আজও পরিস্থিতি শান্ত হয়নি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বিদেশে সফরে গেলেন। দেশের রাজ্য মনিপুর যাবার সময় করে উঠতে পারেননি তিনি । সংসদে বিবৃতি দিয়ে দায়িত্ব সামলেছেন।বিরোধী দলপতি রাহুল গান্ধী আজ তৃতীয়বার মনিপুর সফরে গেলেন। রাহুল আজ শিলচরের কুম্ভীরগ্রাম বিমান বন্দরে নামেন কংগ্রেস সভাপতি ভূপেন বরা তাঁকে স্বাগত জানান।জিরিবাম থেকে মনিপুর পৌঁছবেন । জিরি বামে আজ গুলি চালাবার ঘটনা ঘটে। বরাক উপত্যকার ফুলেরতল ত্রাণ শিবিরে মেইতি শরণার্থী দের সঙ্গে কথা বলেন। ওদিকে অসম প্রদেশ
কংগ্রেস সভাপতি ভূপেন বরা অসমের ববন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।রাহুল গুয়াহাটি তে ড্রেনে পরে মৃত অবিনাশ সরকারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন বিজেপি বন্যা মুক্ত অসম প্রতিশ্রুতি কোথায় গেল। তিনি লোকসভায় প্রশ্ন করবেন বলে জানান।সাংসদ গৌরব গগৈ অসমের বন্যা পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধী কে অবগত করেন।রাহুলের মনিপুর সফরের দিন কুকি উগ্র পন্থী গুলি চালায় হতাহতের খবর নেই। জিরিবম পুলিশ কে লক্ষ্য করে কুকি উগ্রপন্থী গুলি চালায়। কংগ্রেস সভাপতির সঙ্গে বিশিষ্ট আইন জীবি হাফিজ রশিদ চৌধুরী গিয়েছিলেন। রাহুল গান্ধী বলেন তিনি মণিপুরে রাজনীতি করতে আসেননি। মানুষের দুঃখ দুর্দশা র খবর নিতে এসেছেন। রাজপালের সঙ্গে সাক্ষাৎ করে ইম্ফল হয়ে দিল্লী ফিরে যাবেন যাবার আগে প্রধানমন্ত্রীকে মণিপুরে আসার আহবান জানান। তিনি এক্সহ্যান্ডেল অসমের বন্যা সমস্যা সমাধানে বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরেন। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র। মার্গারিটা বরাকের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে অভিযোগ করেন রাহুল গান্ধী রাজার সন্তান ২০ কিলো মিটার দূরে ত্রাণ শিবিরে গেলেন না ফটো তুলে নিয়ে গেলেন।
কোন মন্তব্য নেই