Header Ads

ক্যান্সারের তিনটি ঔষধের দাম কমবে

ক্যানসারের তিনটি ওষুধের দাম কমবে 

   মৌমিতা  দাস  কান্দি   স্বাস্থ্য ক্ষেত্রে তেমন বড় কোনও কিছুই ঘোষনা নেই। ২০২৪-২৫ আর্থিক বর্ষের পূর্ণাঙ্গ বাজেটে শুধু ক্যান্সারের তিনটি ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছে। তাতে বহুমূল্য ওই ওষুধগুলির দাম কিছুটা হলেও কমবে বলেই মত চিকিৎসক মহলের। কিন্তু যেখানে খরচের জন্য বহু রোগী ক্যান্সারের চিকিৎসা শেষ করতে পারেন না সেখানে শুধু তিনটি ওষুধেকেই বেছে নেওয়া হল কেন তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
    মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ট্রাস্টুজুমার ডিরাক্সটেকান, ওসিমেরটিনিব এবং ডুরভ্যালুমাব এই তিন ওষুধের ওপর থেকে ১০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। ক্যানসার চিকিৎসকেরা জানাচ্ছেন ওই তিনটি ওষুধের ক্ষেত্রেই মাসে অন্ততর দেড় লক্ষ টাকা করে খরচ হয়। এক-এক জন রোগীর। আমদানি শুল্ক উঠে যাওয়ার কিছুটা দাম কমার আশা দেখা গেলেও সেটির বাস্তবায়ন কবে  হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকেই। কারণ গত ফেব্রুয়ারিতে ভোট-অন একাউন্ট বাজেটে জরায়ু-মুখের ক্যান্সার প্রতিরোধে ৯ থেকে ১৪ বয়সের মেয়েদের প্রতিষেধক দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। এখনও তার বাস্তবায়ন হয়নি। এ দিনও ওই প্রকল্পের অগ্রগতি নিয়ে কোনও কথা বাজেটে বলা হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.