Header Ads

মায়ানমার বিপদজনক সাংবাদিকতা

সাংবাদিকতা সবচেয়ে বিপজ্জনক পেশা 

চলতি ফেব্রুয়ারিতে রাখাই রাজ্যর একটা বড় অংশ দখলের পরে মায়ানমার সেনাবাহিনী ছেড়ে যাওয়া বিমান ঘাঁটির অদূরে গনকবর আবিষ্কার করে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির যোদ্ধারা। সেই করবে আটটি দেহের মধ্যে একটি ছিল বিভিন্ন জাতীয় সংবাদনমাধ্যমে নজরকারা সাংবাদিকতা করা রাখাইনের বাসিন্দা মেয়াত খু তুন-এর। 
 পাঁচ মাস আগে তাকে তুলে নিয়ে গিয়েছিল সেনাবাহিনী। রাখা হয়েছিল জেলে। ভুল খবর ছড়িয়ে মানুষকে উত্তেজিত করা-র দয়ে সম্প্রাস-বিরোধী ধারায় অভিযুক্ত করা হয়েছিল মেয়াতাকে। দেহ মেলার পরে দেখা গেল গুলিতে বাকারা করে দেওয়ার আগে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে মেয়েতের উপরে। কেটে নেওয়া হয়েছিল হাত ও পায়ের প্রতিটি আঙুল।
   মেয়েতের আগে গুলিবিদ্ধ দেহ পাওয়া গিয়েছে  সাংবাদচিত্রী  আয়ে কাণ্ড এবং সোয়ে নাইং-এর। অভ্লাখানের পরে বিভিন্ন জায়গায় মানুষের বিক্ষোভ এবং তা দমনে সেনাদের নির্বাচার গুলিচালনার ছবি তুলে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া ছিল তাঁদের অপরাধ। ফেডেরাল নিউজ-এর সম্পাদক সাই উইন আউং এবং খনুমতাং সংবাদ সংস্থার সাংবাদিক পু তুইদিমনে অবশ্য আটক করেনি সেনারা। কর্তবারত অবস্থাতেই মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.