বকুলবনের আপাতত আর আপাতত থাকলো না
চন্দন, পেয়ারা, নিম , কাঁঠাল , ফনিমনসা
বকুল বনের আপাতত আর আপাতত থাকলো না
নয়া ঠাহর ,গুয়াহাটি ,4জুন 20240, ভোর 5,30
কামাখ্যা মন্দির আর সবুজ বশিষ্ঠ মন্দির উপকন্ঠে হাতি গাওঁ বকুল বন কলোনী র আপাতত আপাতত হয়েই থাকলো ,চন্দন গাছের সুবাস ,নিম , পেয়ারা ,ফনী মনসা , কাঁঠাল দেবদারু নারকেল , কলাগাছ, জাম, আম গন্ধরাজ , বেল , ঘুমকাতুরে আমলকী ,কাজু আর বহু বুনোজ গাছ আকাশে জল ভরা মেঘ আপাতত সন্ধ্যা প্রদীপ জ্বলবে না ।মেঘ জমবে বৃষ্টি হবে অমল- সান্তনা র স্বপ্ন কুঠির আপাতত নিভে গেল । আবার কি জাগবে বৃষ্টি জলের মত। 3জুলাই ,বুধবার সন্ধ্যা 6টা সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠেনি এখনো।
কোন মন্তব্য নেই