Header Ads

মেঘালয় সীমান্ত ডাউকি থেকে ৪০০ বেশি ছাত্রকে উদ্ধার করা হয়েছে , নিহত ১১৫জন সুপ্রিম কোর্টে রায় ৯৩ শতাংশ মেধা ভিত্তিতে নিয়োগ

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,,মুর্শিদাবাদ: উত্তাল বাংলাদেশ সব বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ ,সংরক্ষণ বিরোধী  তীব্র আন্দোলন হিংসা  ছাড়িয়েছে।এপর্যন্ত শতাধিক নিহত হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। অসম বাংলা ,সীমান্ত, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত ,ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত ভিড় জমিয়েছে হাজারে হাজারে ভারতীয়  মেঘালয় সিকিম ভুটান ইত্যাদি রাষ্ট্রের বিশেষ করে ছাত্র সমাজ ভয়ে আতঙ্কে প্রাণ ভয়ে ফিরতে শুরু করেছে। সারা বাংলা কারফিউ জারী ইন্টার নেট নেই টেলিফোন নেই  সারা বিশ্বের সঙ্গে বাংলার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্যে ভারতের কলকাতা ,ব্যাঙ্গালোর ,চেন্নাই আসেন তাদের নানা দুর্ভোগের সন্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশ থেকে প্রতিদিন আড়াই কোটি টাকার মাছ আসে   কলকাতা তে টা  বন্ধ ।মুখ্যমন্ত্রী কর্নাদ  সাংমা বলেছেন বাংলাদেশ ভুটান সিকিম থেকে  আসা  ৪০০ছাত্র কে ডাউকি সীমান্তে   উদ্ধার করা হয়েছে। বিশিষ্ট নেতাজী প্রেমী জয়দীপ মুখার্জী দাবী করেছেন বাংলাদেশে ভারত বিরোধী  ,হিন্দু বিরোধী ,হাসিনা সরকার বিরোধী চক্র সক্রিয় হয়েছে।তিনি জামাতের দিকে আঙুল তুলেছেন।  সংরক্ষণ  বিরোধী ছাত্র আন্দোলন কে ব্যবহার করার  লক্ষ্যে বিদেশি শক্তি মাঠে নেমেছে বলে অভিযোগ। বহু নিরীহ  ছাত্রকে বাংলাদেশ পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ এসেছে।বাংলাদেশে গনতন্ত্রকে হত্যার জন্যে হাজার হাজার পুলিশ সেনাকে মোতায়েন করা হয়েছে এই কড়া নিরাপত্তার  মধ্যে চট্টগ্রাম  স্বর্ণ ব্যবসায়ী সুমন সাহাকে নির্মম ভাবে হত্যা করা হল। বাংলা দেশ যতই আন্দোলন হোক সবার লক্ষ্য 
 হিন্দু নির্যাতন ।এই তীব্র  আন্দোলনের  মধ্যে   বাঙালি ব্যবসায়ী কে কেন হত্যা করা হল? তদন্ত হবে কি।আজ ২১ জুলাই আনন্দবাজারের হেড লাইন হচ্ছে কারফিউ তে সংঘর্ষ,  বাংলাদেশে হত ১১৫ জন, দেখলেই গুলির নির্দেশ। আর এক হেড লাইন ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে উদ্যোগী নয়া দিল্লি।বাংলাদেশের  ছাত্র সমাজ কত রাগ অভিমান নিয়ে বলতে পারে আমি রাজাকার।প্রধাণমন্ত্রী হাসিনা বলেন রাজাকারদের ছেলে মেয়ে  নাতি  চাকরী পাবে। মুক্তিযোদ্ধা র নাতি   চাকরী পাবেনা?   এক ছাত্র নেতা দাবি করেন হাসিনা সরকারের নির্বাচন নিরপেক্ষ  হয়না। সিদ্ধান্ত নিতে পারেনা বার বার বদল করেন আজ শাহবাগে হাজার প্রতিবাদী  ছাত্র খেলা হবে খেলা হবে স্লোগান দিচ্ছেন।রাত দুটোতে ইডেনের মেয়েরা পথে নেমেছেন।স্লোগান দিচ্ছেন। ছাত্ররা স্লোগান দিচ্ছে" তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার।" হাসিনা সরকার ছাত্র সমাজকে রাজাকার বলে তকমা সেঁটে দিচ্ছে।ছাত্রদের দাবী কোটা থাক সংস্কার হোক। হাসিনা অভিযোগ করছেন আন্দোলনে নামে পড়াশুনা নষ্ট হচ্ছে।।  





আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। ৫ শতাংশ হবে মুক্তিযুদ্ধ শহীদদের সন্তান সন্তানদের ,বাকি বিকলাঙ্গ ও অন্যান্যদের জন্যে সংরক্ষিত থাকবে। এই রায়ের ফলে আন্দোলন স্থগিত হয়ে যেতে পরে।আগে মুক্তিযুদ্ধ এ সামিল সন্তানদের ৩০ শতাংশ চাকরী সংরক্ষণের রায় দিয়েছিল সুপ্রিম কোকোর্ট টা বাতিল করে নতুন আদেশ দেন।
বিনা দোষে এটগুলি প্রাণ চলে গেল।









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.