Header Ads

সাগর দূষণ রোধে ভারতের থেকে ক্ষুদ্র রাষ্ট্র থাইল্যান্ড কড়া পদক্ষেপ নিয়েছে

অমল গুপ্ত ,কোলকাতা :বিশ্বের  একহাজার বেশি নদনদী দূষিত বিষাক্ত হয়ে গেছে।তার মধ্যে ভারতে ১৪ শতাংশ নদী দূষিত জলে পরিণত হয়েছে।তার মধ্যে ভারতের পবিত্র নদী গঙ্গা,  ব্রহ্মপুত্র , যমুনা  ও আছে ।ভারতের থেকে আর্থিক ভাবে অনগ্রসর  তাইওয়ান ,ভিয়েতনাম , মালেশিয়া  সাগর দূষণ রোধে অত্যাধুনিক  প্রাযুক্তি ব্যবহার করে ফল পেয়েছে। সাগরের  আবর্জনা নোংরা খেয়ে  ফেলা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নিমেষে দূষণ সাফ হচ্ছে।ভারত পারেনা?  ভারত সরকার রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাব আছে। অসমের বন্যা বন্ধ হয়না। গঙ্গা র দূষণ দেখেও দেশের  জনগণ নীরব পবিত্র গঙ্গা তে মরদেহ ফেলা হচ্ছে।কলকারখানার রাসায়নিক দূষিত জল ফেলা হচ্ছে।   ,২৯ কিলোমিটার গঙ্গার সব শহর জনপদের নর্দমা  গঙ্গার সঙ্গে লিংক করে ফেলা হচ্ছে। দেশের অধিকাংশ নদ নদীর জল দূষিত হয়ে গেছে। জল পানের  উপযুক্ত নয়। এই গঙ্গা নদে র জল নিয়ে মানুষ পুজো করে । আরতি করে। জল থেকে দূর্গন্ধ  বেরোই।  নদনদী ,সাগরে লাখ লাখ প্লাস্টিক টুকরো   জল দূষিত করছে। তিমি মাছের পেটে কেজি কেজি প্লাস্টিক পাওয়া গেছে। সাগরের সম্পদ তিমি মাছ আজ বিপদের সম্মুখীন। দেশে নির্বাচন হল  বড় ইশতিহার প্রকাশ পেল। প্রতিশ্রুতির বন্যা বয়ে জেল। জল  সংরক্ষণ পরিবেশ দূষণ নিয়ে এক লাইন খরচ করা হলনা।  নীতিহীন দুর্নীতিপরায়ণ রাজনৈতিক দল গুলি ভাবতেই পারছে না সাগর কোনদিন দূষিত হতে পরে। পবিত্র গঙ্গা অপবিত্র হতে পারে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.