Header Ads

হাসিনা সরকার দাবি করেছে ১৪৭ জন মারা গেছে

হাসিনা সরকারের হিসেবে হিংসায় নিহত অন্তত ১৪৭

বাংলাদেশে কোটা আন্দোলনকে সামনে রেখে অশান্তির ফলে কত মানুষের প্রাণহানি হয়েছে সরকার এখনও তা জানতে পারেনি। এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে একটা সংখ্যার কথা বলেছেন। তিনি বলেন প্রাথমিক ভাবে আমাদের কাছে গোলমালে নিহতের একটা সংখ্যা এসেছে সেটা ১৪৭। পরে সংখ্যাটি বাড়তে পারে। মন্ত্রী জানান এই ১৪৭ জনের মধ্যে ছাত্র পুলিশ সাংবাদিক পথচারী হকার-সহ নানা পেশার মানুষ রয়েছেন। এ দিন বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতেও ১৪৭ জনের প্রাণহানির উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি ভাবে আরেকটি তালিকা মানবাধিকার কর্মীদের তরফে প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালের থেকে মৃত্যুর সংখ্যা নিয়েই তালিকাটি করা হয়েছে। এই তালিকায় ১৬-১৯ তারিখে পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা জানানো হয়েছে ২৬৬। কোন হাসপাতালে কবে কোন সময়ে তাঁর কী কারণে মারা গিয়েছেন তার পূর্ণ বিবরণ তালিকায় প্রকাশ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.