Header Ads

কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে সাম্প্রতিকালে বন্যায় ১০ টি গণ্ডার সহ ২০০ টি বন্যপ্রাণী জলে ডুবে মারা গেছে

অমল গুপ্ত ,কোলকাতা: ১৯৮৮ ,১৯৯১ সালের থেকেও এবারকার বন্যায়  বন্য জন্তু মৃত্যুর হার বেশি বলে  কাজীরাঙা কর্তৃপক্ষ দাবি করে জানিয়েছে। এবার ১০টি গণ্ডার ছাড়াও হরিণ ,বুনো মহিষ শুকর সহ অন্যান্য জন্তু  ২০০ টি জলে ডুবে গাড়ীর চাকায় পিষ্ঠ হয়ে মারা গেছে। এখনো ৩০ টি বন শিবির ডুবে আছে। ১৫ টি আহত জন্তুর চিকিৎসা চলছে। বহু শিশু গণ্ডার পিতৃ হারা হয়েছে। ৪৩০ বর্গ কিলোমিটারে এলাকা জুড়ে  অবস্থিত রাষ্ট্রসঙ্ঘের ইউনেস্কো  হেরিটেজ স্বীকৃতি প্রাপ্ত  কাজিরাঙ্গা  এক খড়গ বিশিষ্ট বিপন্ন প্রজাতির গণ্ডার  বিশ্ব  বিখ্যাত  সারা পৃথিবীর   পর্যটক  অসম আসে। একটাই লক্ষ্য গণ্ডার দেখা।বর্তমান ২০০০ এর বেশি গণ্ডার আছে।এই বিপন্ন প্রজাতি র নিরাপত্তার অভাব আছে। বাৎসরিক বন্যা ছাড়াও চোরা শিকারী  তাণ্ডব তো আছেই।এই উদ্যানের মধ্যে দিয়ে ৩৭, নম্বর জাতীয় সড়ক  যাতায়াত বন্ধ ছিল আজ থেকে    বাধা  শিথিল করা হয়।    এদিকে রাজ্যের ধিং শহরে এক চিতা বাঘ সন্ত্রাস সৃষ্টি করেছে।  ভয়  আতঙ্কে সব দোকান পাট হাটবাজার সব বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় পুলিশ লাউডস্পিকার  ঘোষণা করে সতর্ক করা হয়েছে। এ কজন পুলিশ কে আক্রমণ করে আহত করেছে।বনবিভাগ ট্রানকুলাইজার করে বাঘ টিকে কাবু করার চেষ্টা চালাচ্ছে।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.