Header Ads

রাজ্যে ২১৬৪জন ম্যালেরিয়া আক্রান্ত ,৬৪১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত


নয়া ঠাহর ,কোলকাতা : বর্ষা পুরোপুরি ভাবে আসেনি।মাঝে  মাঝে ঝম  ঝম করে বৃষ্টি  তাতেই ম্যালেরিয়া র মত দূষিত জলবাহিত রোগ ছাড়াচ্ছে।সর্বত্র নর্দমা সাফ হয়না।প্লাস্টিক আবর্জনা ভর্তি সর্বত্র পুরসভা গুলি কাজ করে না। নোংরা জলে মশা বাড়ছে।গতবছর রাজ্যে তিনহাজার বেশি মানুষ ম্যালেরিয়া  আক্রান্ত হয়েছিল।এবার ২হাজার ছাড়িয়েছে। বিশেজ্ঞরা জানিয়েছে এপর্যন্ত ২,১৬৪ ম্যালেরিয়া ধরা পড়েছে।এদিকে ৬৪১জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।দুটি রোগের উৎস মশা বাহিত রোগ। মশা নিয়ন্ত্রণ করার প্রযুক্তি  পুরসভা গুলির নেই। মানুষ  সচেতন নয়। নর্দমা, আবর্জনা, দূষিত জলাশয় নিয়ে থাকতে ভালবাসে। এদিকে অসমে জাপানিজ এন কেফেলাইটিজ প্রাদুর্ভাব ঘটেছে।গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক জন শিশু মারা গেছে।অসমের জোড়হাত ,শিলচর , গুয়াহাটি ইত্যাদি শহরের নর্দমা নালা সাফ করা হয়না।মশার উপদ্রব বেড়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.