Header Ads

পাখিদের বাঁচাতে পুলিশ ছুটলেন

রাস্তায় বিপদে পাখিরা, বাঁচাতে ছুটলেন এসপি 

 মৌমিতা দাস। প্রায়ই বেরোন সাইকেল নিয়ে। রবিবারও সাতসকালে তেমনই বেরিয়েছিলেন। রাস্তাতেই দেখা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের  এর  বিজ্ঞানীর সঙ্গে। কোচবিহারের ফাঁকা রাস্তায় তিনিও স্কুটার নিয়ে শখের ছবি তুলতে বেরিয়েছিলেন। তাঁর কাছেই শুনলেন কাছেই রাস্তার ধারে কয়েকটি গাছে বাচ্চাসমেত  বাসা বেঁধে রয়েছে কয়কটি শামুকখোল পাখি। কিন্তু ওখানে রাস্তা সারাইয়ের কাজে  পিচ লাগানোর মেশিনের আগুন ধোঁয়ায় পাখির ছানাগুলো বিপদে পড়তে পারে। সোনামাত্র পরিচিত ওই বিজ্ঞানী ভদ্রলোককে সঙ্গে নিয়ে সাইকেলেই ৯ নম্বর ওয়ার্ডের আইটিআই মোড়ে ছুটলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
   এলাকায় গিয়ে ওঁরা দেখেন একটি গাছের নিচে পিচ লাগানোর মেশিন রেখে রাস্তা সারাইয়ের  কাজ চলছে। মেশিন থেকে দাউ দাউ করে আগুন ও গরম ধোঁয়া বেরোচ্ছে। গাছটির একবারের ওপরের কয়কটি শাখায় পাখির বাসা। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে বুঝলেন ওগুলো শামুকখোল পাখি  সঙ্গে কয়েকটি বাসায়  ছানাও আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.