Header Ads

আলু ,পেঁয়াজের দাম কমাতে হবে দাবী মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়

নয়া ঠাহর ,কোলকাতা   রাজ্যের কোল্ড স্টোরেজ ৪৫ লাখ মেট্রিক টন মজুত আছে। তারপরেও দাম । বাড়ছে কেন। বাংলার পেঁয়াজ বাংলাদেশে চলে যাচ্ছ। আলু ৫০,৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ত কমানোর দাবি জানান মুখ্যমন্ত্রী। কারা মজুত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূখ্যমন্ত্রী  বলেন   বর্ষা আসার পরও  সবজির দাম কমেছে না, মানুষ বাজার যেতে ভয় পায়। বলেন আলুকে  বিমার আওতায় আনা হয়েছে।  রাজ্যে পেঁয়াজের জন্য কোল্ড স্টোরেজ  করা হয়েছে।  ৬ লাখ তিন আলু  কোল্ড স্টোরেজ থেকে বার করার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.