Header Ads

মহানায়ক স্মরণ কলকাতায়

নয়া ঠাহর প্রতিনিধি, কলকাতা : মহানায়ক উত্তম কুমারের ৪৪ তম মৃত্যু বার্ষিকীতে গানে কবিতায় ও কথার ছন্দে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানালেন কলকাতার  শিল্প - সংস্কৃতিপ্রেমীরা৷ শুক্রবার কলকাতার রাজা রামমোহন রায় হলে কাব্যলোক আয়োজিত  - মহাবায়ক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে চারুলতা সিনেমায় মহানায়কের নায়িকার ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী  মাধবী মুখোপাধ্যায় মহানায়ককে স্মরণ করে পাঠানো বার্তা  পাঠ করেন কাব্যলোকের কর্নধার বাচিক শিল্পী সুজিত দত্ত। শারীরিক অসুস্হতার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি তিনি। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সংগ্রামিকা মজুমদারের পরিচালনায় ঐকতানের শিল্পীদের মনোমুগ্ধকর ব্যাতিক্রমী পরিবেশনা। শুরুতেই  সংগীত শিল্পী চন্দ্রাণী চট্টোপাধ্যায় মহানায়ক অভিনীত সাগরিকা সিনেমার - আমার স্বপ্নে দেখা রাজকন্যা... গানটি খালি গলায় ধরতেই নিস্তব্ধ হয়ে পড়ে গোটা হল। চন্দ্রাণীর  হৃদয় কাড়া গানের সুরের দরাজ প্রশংসা করেন হলভর্তি দর্শক - শ্রোতারা।ঐকতানের বাচিক শিল্পীরা উত্তম কুমার অভিনীত বিভিন্ন সিনেমার গানগুলি অভিনব কায়দায় পরিবেশন করে গোটা অনুষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যান। সবশেষে চন্দ্রাণীর কন্ঠে ছদ্মবেশী সিনেমার - আমি কোন পথে যে চলি...  গানটার অন্তরার সুরের রেশ কাটতেই ঐকতান- র বাচিক শিল্পীদের কোরাসও নজড় কাড়ে দর্শক - শ্রোতাদের। অনুষ্ঠানে গানে গানে মহানায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন শিল্পী ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়, সুস্মিতা সিনহা্, সুস্মিতা দত্ত, নন্দিনী চক্রবর্তী, সুবর্না ঘোষাল ও মাধবী মজুমদার প্রমুখ। কবি অচিন্ত্য কুমার  সেনগুপ্ত ও গৌতম রায়ের কবিতা পাঠে মহানায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাচিক শিল্পী সংগ্রামিকা মজুমদার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.