Header Ads

হরিয়ানার মনু ভাকের শুটিং ডাবল পদক অর্জন করেন

নয়া ঠাহর,কোলকাতা:প্যারিস অলিম্পিক  ইতিহাস সৃষ্টি করলেন মনু ভাকের ,তিনি সর্বজিৎ সিং  এর সঙ্গে  মিক্স ডাবল ট্রফি অর্জন করেন। এপর্যন্ত ভারত  কন্যা মনু ছাড়া আর কেউ কোন মেডেল পান নি।  মনু জোড়া পদক অর্জন করায় দেশ জুড়ে  উৎসাহের সৃষ্ট হয়েছে।ভারত দুটি  ব্রোঞ্জ পেলো।মনু শ্যুটিং মনসংযোগ করার জন্যে ধর্মগ্রন্থ ভাগবত পড়তেন নিয়মিত।আর্থিক  দূরবস্থা মধ্যে কোচ যশ পাল রানা মনুর কোচিং  এ অবহেলা করেন নি। প্রধানমন্ত্রী ,রাষ্ট্রপতি,অভিনন্দন জ্ঞাপন করেছেন। মনু র মা জানান মেয়ে আমার আলু পরোটা খতে বড্ড ভালবাসে বিমানবন্দরে পরটা বানিয়ে নিয়ে যাবেন। মনুর কোচ যশপাল রানা অভাবে ভুগছেন চাকরী খুঁজে বেড়াচ্ছেন। ১২৪ বছরের ইতিহাসে মনু দ্বিতীয় ব্যক্তি অলিম্পিপিকে জোড়া পদক পান।মনুর মা শুমেধা ভা কের  তার দারিদ্র্যতার পারিবারিক অশান্তির কথা জানিয়েছেন।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.