কলকাতায় অক্ষর স্রোত সাহিত্য পত্রিকা অনুষ্ঠান
নয়া ঠাহর প্রতিনিধি,
কলকাতা : ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অক্ষরস্রোত সাহিত্য পত্রিকার উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল নিউজটারের ব্যবস্থাপনায় রবিবার প্রকাশিত হল
স্বর্ণকুড়ি, সময়ের দীর্ঘশ্বাস, বৈঠকে বিচিত্রা, মনমঞ্জুরী ও স্বপ্ন একাকী নামের পাঁচটি সংকলন । প্রতিটি সংকলনে পাঁচজন করে লেখকের লেখা নিয়ে সাজানো হয়েছে। দেশ-বিদেশের বিশিষ্ট সাহিত্যিকরা লিখেছেন সংকলনগুলিতে। সাহিত্যিক আরন্যক বসু, স্বর্ণপদক প্রাপ্ত সাহিত্যিক ডাক্টর রুহুল আমিন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনুমোদিত এগরা সারদা শশীভূষণ কলেজের উজির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিল্পীশ্রী গিরি, এগরা সারদা শশীভূষণ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা সুমিত্রা সাউ গিরি, এগরা ও বাজকুল কলেজের অতিথি অধ্যাপক শান্তনু প্রধান, শুভেন্দু মন্ডল, বাংলাদেশের সাহিত্যিক ফরিদ হাসান ও বিশ্বজিৎ ঘোষ , সমাজসেবিকা উজ্জয়িনী ব্যানার্জি ও মিঠু সিং ,অম্বরীশ ব্যানার্জী ,তনুশ্রী ঘোষ, দ্বৈপায়ন, মিঠু বারিক , বীরকুমার শী, পলাশ সূত্রধর, সুপ্রীতি বাগ, মহুয়া বসু, উজ্জ্বলা পয়ড়া, অনিন্দিতা শাসমল, ত্রিদিবেশ দে, আরতি ঘোষ, রিয়া সরকার, শঙ্খর ঘোষ, ঈশানি বন্দোপাধ্যায় প্রমূখ অংশ নেন অনুষ্ঠানে। এই সাহিত্যকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্ষরস্রোত সাহিত্য পত্রিকা ও ইন্টারন্যাশনাল নিউজটার প্রকাশনীকে আশ্বস্ত করেন সাহিত্যিক আরন্য বসু। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি - সাহিত্যিকরা৷ সঞ্চালনার দায়িত্বে ছিলেন সম্পাদক হরিহর গায়েন।
পত্রিকার সার্বিক মঙ্গল কামনা করে
সাহিত্যিকদের সমাজের এবং বাস্তববাদী লেখাগুলোর দিকে নজর রাখার পরামর্শ দেন শুভেন্দু মন্ডল।
সাহিত্যিক শশাঙ্ক শেখর চট্টোপাধ্যায়ের কবিতা পাঠের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
কোন মন্তব্য নেই