Header Ads

অসমের শিবসাগরের মৈদাম ওবিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেলো

নয়া ঠাহর ,কলকাতা  অসমের ঐতিহাসিক জেলা শিবসাগর কাছে চারাইদেও  তে আহম রাজাদের  সমাধিস্থল আছে। রাজাদের মারা যাওয়ার পর মরদেহ সঙ্গে ব্যবহার করা আসবাবপত্র পোশাক পরিচ্ছদ স্বর্নালংকার সব এক সঙ্গে সমাধি স্থানে রাখার পর মাটির গম্বুজ মত  তৈরি করে রেখে দেওয়া হয়।সেই স্থানটিকে বিশ্ব হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হল।ইউনেস্কো এই স্বীকৃতি দিয়েছে।
 কাজিরাঙ্গা, মানস অভয়ারণ্যে এর পর চারাইদেউ দৈদাম তৃতীয় বিশ্ব হেরিটেজ কেন্দ্র হিসাবে স্বীকৃতি পেল।প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী অসম বাসীকে অভিনন্দন জ্ঞাপন করেন। কয়েক বছর আগে চোরাই দেও তে সমাধিস্থল খননের সময়  অভিযোগ  এসেছিল রাজাদের সমাধির সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী  স্বর্নালংকার সব চুরি হয়ে যাচ্ছে।জিও লজিক্যাল বিভাগ খনন কার্য চালিয়ে ছিল। অসমের মিশর পিরামিড হিসাবে   পর্যটকদের ভিড় জমে।













কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.