Header Ads

মোদী সরকার সাধারণ ট্রেনকে গুরুত্ত হীন করে দিয়েছেন

নয়া ঠাহর ,কোলকাতা , প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে বুলেট ট্রেন পরে অন্যান্য বিলাসী ট্রেন চালিয়ে ট্রেনে বিভাজন আনলেন। দেশে রেল লাইন এর অবস্থা খুব খারাপ একটি লাইন  এ একাধিক ট্রেন চালানো হচ্ছে।দেশে রেলসেতু ৫০শতাংশ ব্যবহার ঝুঁকি নিয়ে করা হচ্ছে। অসমে ল্যাম ডিং - শিলচর লাইন অবস্থা খুবই খারাপ।একাধিক ট্রেন চালানোর হচ্ছে কিন্তু ওভার লোডিং  চলছে।কোটি কোটি টাকা ব্যয় করে টানেল ভেঙে টানেল নির্মাণ হল  ঝুঁকি নিয়ে ট্রেন চলছে। রেল বিভাগে কর্মীর অভাব।৮ ঘণ্টার বেশি ডিউটি করেন হচ্ছে। ১২,১৫,ঘণ্টা ডিউটি   করিয়ে ওভারটাইমের প্রলোভন  দেওয়া হয়। রাজনতিক কারণে পুরোনো লাইনে নতুন নতুন ট্রেন চালু করা হয়। পুরোনো  বগীকে রং করে নতুন ট্রেন বলে চালানো হচ্ছে।বহু দূর্নীতি নিয়ে রেলের ভাবনা নেই।যাত্রী সাধারণের নিরাপত্তা গুরুত্ত দেওয়া না । 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.