Header Ads

ব্রাজিল এর এক পরিবার ১৮বছর থেকে বৃক্ষ রোপণ করে ৩০ লাখ গাছের জন্ম দিয়ে ছেন ১৭২ প্রজাতির পাখি ফিরে এসেছে

নয়া ঠাহর, কলকাতা,: ব্রাজিলের এক পরিবেশ  সচেতন পরিবার গত ১৮বছর থেকে বৃক্ষ রোপণ করে ৩০লাখ গাছের জন্ম দিয়েছেন।এর ফলে নতুন করে২৯৩ প্রজাতি গাছের জন্ম হয়েছে।১৭২ টি বর্ণময় পাখি গাছগুলিতে বাসা বেঁধেছে। সরীসৃপ ,পোকামাকড় নানা প্রজাতি রং বেরংয়ের প্রজাপতি গাছগুলিকে রঙিন প্রাণবন্ত করে তুলেছে। এই রকম পরিবারকে সরকার নানা পুরস্কার দিয়েছে। আর ভারতে সবাই গাছ কাটে রোপণ করে না।  কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্য সরকার গুলি নানা প্রকল্প রূপায়নের নামে মহা সড়ক পাশে বড় বড় গাছগুলি  কাটে বা

সংরক্ষণ করে না। ভারতে মাথা পিছু মাত্র ২৮,টি,গাছ আছে।জার্মান কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে মাথা পিছু গাছের   পরিমাণ দুহাজারে বেশি।সব থেকে কম ভারতে। জনসংখ্যা ১৪০ কোটি ছাড়িয়ে গেছে। চীন কে  টপকিয়ে গেছে।দেশের পরিবেশ প্রকৃতি দ্রুত পাল্টাচ্ছে।দূষণের মাত্রা বেড়েই চলছে। বিজেপি সরকারের কোন ভাবনা চিন্তা নেই। দেশের গঙ্গা  যমুনা ব্রহ্মপুত্র শাহ দেশের সব নদীর হল দূষিত।হিন্দুদের পবিত্র গঙ্গা  অপবিত্র নদীতে পরিণত হয়েছে।   জঙ্গল নিধন চলছে দূর্নীতি পরায়ন সরকারগুলো  মজা দেখছে। তাপমাত্রা বেড়েই চলেছে।ভারতে পাকুড়, বট, আর নিম গাছ রোপণ গত ৭৫বছর থেকে বন্ধ আছে।এই গাছ তিনটি  পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে অক্সিজেন  দেয়।এই উপকারী তিন গাছ বাদ দিয়ে ইউক্যালিপটাস মত জল শুষে নেওয়া গাছ লাগানো হচ্ছে।









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.