Header Ads

কান্দি রাজবাড়ীর রথ উৎসবে জিলিপি বিক্রি হয়েছে আড়াই শো কেজি

কান্দি রাজবাড়ীর রথে টান জিলিপি বিক্রি ২ কুইন্টাল

 মৌমিতা  দাস :  রথ উংসব মানেই খোশ  মেজাজে গল্প সঙ্গে রকমারি খাবারের ব্যবস্থা। সেই রীতি মেনেই কান্দি মহকুমার কান্দিতে রথযাত্রা উৎসব সামিল হন এলাকার বাসিন্দারা। শুধু কান্দি পুরবাসীরাই নন মহকুমার বড়ঞা, খড়ঞা ও ভরতপুর এলাকার বাসিন্দাদেরও রথযাত্রায় সামিল হতে দেখা যায়। এ বারও তার অন্যথা হয়নি। বারো মাসে তেরো পার্বণে মজে থাকেন বঙ্গবাসী রাস্তায় রথের রশিতে টান দিয়ে থাকতেই দেখা গিয়েছে এলাকার বাসিন্দাদের। রথযাত্রায় বাঙালির পাতে জিলিপি থাকবে না তা কি হয়। ফলে রবিবার রথের দিন সকাল থেকেই জিলিপি ছাড়াও মিষ্টির দোকানে রইল রকমারি মিষ্টি কেনার ভিড়। 
    কান্দি মহকুমার মধ্যে কান্দি রাজপরিবারের রথযাত্রা অন্যতম প্রধান। একই সঙ্গে কান্দির ডোব থেকেও মহা সমারহে হরিনাম রকমারি বাজনা সহযোগে রথযাত্রা হয়। হাজার হাজার মানুষ ওই রথযাত্রা দেখতে কান্দির রাস্তার পাশে জমা হন। এ দিন সকাল থেকেই কান্দি রাজপরিবারের রাধাবল্লভ মন্দিরে দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে। অন্য দিকে ডোবের মন্দিরে এ দিন জগন্নাথদের, সুভদ্রা ও বলরামদেবের পুজো হওয়ার পরে মন্দির প্রাঙ্গণে সারিবদ্ধ ভাবে সুসজ্জিত রথ দাঁড়  করিয়ে রেখে আনন্দে মেতেছেন ওই এলাকার বাসিন্দারা। রাধাবল্লভ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে মেলা বসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.