Header Ads

বরাকের প্রতি আবার বৈষম্য জা গিরোড পেলো পাঁচ গ্রাম বঞ্চিত থেকে গেল

নয়া ঠাহর ,অমল গুপ্ত ,কোলকাতা গুয়াহাটি: পাঁচ গ্রামের পেপার মিলের দুরবস্থা নিয়ে নয়া ঠাহর সর্বচ্চো খবর পরিবেশন করেছে। আজও  করছে। একটি চালু পেপার মিল কে বঞ্চিত করে  কয়েক শো কোটি টাকার সম্পত্তি কাঁচা মাল নষ্ট করে  বিজেপি র  ঠিকাদারদের মুনাফা করার সুযোগ করে দেওয়ার নজির ভূভারতে নেই।  প্রধানমন্ত্রী বরাকের মাটিতে দাঁড়িয়ে মিথ্যা আস্বাস দিয়ে গেছেন। মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যক্তিগত উদ্যেগে যদি আর্থিক রিলিফ না দিতেন  তবে মৃতের তালিকা আরও  বড় হত।  ৭'৮ শো শ্রমিক কোনরকমে বেঁচে বর্তে আছেন।শতাধিক মারা গেছেন।বিনা বেতনে, বিনা চিকিৎসা, রোগে ভুগে মারা গেছে।বিগত কংগ্রেস পরে বিজেপি তাদের খবর নেয়নি। কল্যাণকামী বিজেপি সরকারের সময় অসমের বাঙালি হিন্দু মুসলিম উভয় জনগোষ্ঠীর  চূড়ান্ত ভোগান্তি হয়েছে। সবাই কিন্তু বিজেপি কে হাত খুলে ভোট   দিয়ে ছেন। বিধানসভায় বিজেপি ,কংগ্রেস, আই ইউ ডি  ফ  লাস্ট বেঞ্চিতে বসে  ঠান্ডা ঘরের আরাম করেন।বরাকের জটিল সমস্যা বিধানসভায় উত্থাপন করার  সাহস শাসক দলের বিধায়ক দের নেই। আজ ও নেই। Silchar- সৌরাষ্ট মেগা সড়ক সারা দেশে  সম্পূর্ণ হল। বরাক নয়।বরাকের আবেগ বাংলা ভাষা ,যদিও এক পরিসংখ্যান দাবি করছে বাংলা ভাষার জন্যে শহীদ হওয়া বরাকের ৯৯শতাংশ ছেলেমেয়ে ইংরাজি মাধ্যমে স্কুল  পড়ে। ১৯মে  এলেই  বাংলা   ভাষা তারপর   শেষ। অসমের সার্বিক পরিস্থিতি আরো খারাপ। অসমীয়া বিদ্যালয় সঙ্গে  বাংলা মাধ্যম বিদ্যালয় সব  বন্ধ হয়ে যাচ্ছে। বরাক বাংলা আবেগ ধরে রাখতে পারবেনা। চরিত্র পাল্টাতে হবে।বঙ্গ সহ সারা বিশ্বে বঙ্গ সন্তানের অবস্থা বড়ই করুন।   পাঁচ গ্রাম পেপার মিল  কে নমলি গর  তেল শোধনাগার কারখানার সঙ্গে মিলিয়ে দেওয়া প্রস্তাব চলছে। এই কারখানা বাঁশ জাত থেকে ফাইবার উৎপাদন করে রপ্তানি করে লাভের মুখ দেখছে। যদি তারা পাঁচ গ্রাম হাতে নেই তবে পাঁচ গ্রাম বেঁচে হবে। মৃতের লাইন  আর বাড়বে না।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.