Header Ads

বিশ্বে বাঘ সংরক্ষণ দিবস উদযাপিত, বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে


নয়া ঠাহর ,অমল গুপ্ত ,কোলকাতা  বিশ্বে  29জুলাই বাঘ সংরক্ষণ দিবস উদযাপিত হল। বিশ্বের বাঘ প্রেমিক দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে ভারতের জাতীয় পশু বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে। বিশ্বে মাত্র ,6,1শতাংশ হারে বাঘের সংখ্যা বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে 70 শতাংশ বাঘ কমে গেছে।অস্বিত্ব রক্ষার জন্যে লড়াই করছে। ব্যাপক হারে জঙ্গল ধংস ,চোরা শিকারী ,বাঘেদের  অস্তিত্ত আজ বিপন্ন ।বাঘ ভারতের জাতীয় পশু  এখনও ভারতে বাঘের সংখ্যা   আছে।  অদূর ভবিষ্যতে থাকবে তো প্রশ্ন সেখানেই ।অসমের,কাজিরাঙ্গ, মানস ওরাং ইত্যাদি অভয়ারণ্যে ছাড়াও বঙ্গের সুন্দরবন এ  যথেষ্ট সংখ্যক বাঘ    বেঁচে থাকার লড়াই জারি রেখেছে। আর কতদিন লড়াই   চলবে।  দেশের মানুষ পরিবেশ সচেতনতা নেই।গাছ রোপণ নয় গাছ কাটতে ভালবাসে।এমন কি সরকার  জাতীয় পশু বাঘ সংরক্ষণে  অনিহা  আন্তরিকতা নেই।আর কতদিন বাঘ বেঁচে থাকবে । অসমে কজিরাঙা  অভয়ারণ্যে একই  হাজার দুয়েক গণ্ডার সঙ্গে 150বাঘ একই সঙ্গে আছে। পাশা পশি দুই জন্তু থাকতে পারে কিনা  গবেষণার বিষয়। বাঘ অস্বিত্ব বাঁচিয়ে রাখতে পারবে তো। এছাড়া কাজীরাঙ্গ অভয়ারণ্যে ক্রমশ জনসংখ্যা জনপদ, হাট বাজার ,বৃদ্ধি পাচ্ছে।সরকার   ফাইভ  star hotel নির্মাণ করছে। ক্রমশ জঙ্গল কমে আসছে বলে প্রকৃতি প্রেমিকদের অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। ভবিষ্যত অসমের গর্ব বিপন্ন প্রজাতির গণ্ডার বেঁচে থাকবে তো.। বাঘ বেঁচে থাকবে কি করে। ভারতের স্বাধীনতার আগে ভারতে 40হাজারের বেশি বাঘ ছিল। এখন  তিন হাজারের কিছু বেশি বাঘ আছে।  বাঘ ভারতের জাতীয় পশু ,জাতীয় পশুর স্বীকৃতি কতদিন ধরে রাখা যাবে তা লাখ টাকার প্রশ্ন।
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.