Header Ads

কোভিডের টিকার পথেই ক্যানসার প্রতিষেধক সন্ধান

কোভিডের টিকার পথেই ক্যানসার প্রতিষেধক সন্ধান
বেশ কয়েক দশক ধরেই গবেষণা চলছে। অতিমারি-পূর্বে একপ্রকার বিশল্যকরণীর মত কাজ করেছিল এমআএনএ টেকনোলজি। রেকর্ড গতিতে তৈরি হয়েছিল কোভিডের টিকা। সেই একই প্রযুক্তির সাহায্য নিয়ে এ বারে ক্যানসারের পার্সোনালাইজড ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি করছেন বিজ্ঞানীরা। ব্রিটেনে সম্প্রতি হিউম্যান ট্রায়াল বা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। ব্রিটি নেট ৩০ টি হাসপাতালে ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ প্যাড-এর ইউম্যান ট্রায়ালে অংশ নিচ্ছেন হাজারেরও বেশি ক্যানসার রোগী। 
      ভ্যাকসিন বা প্রতিষেধক বলতে বোঝায় রোগপ্রতিরোধকারী ব্যবস্থা।
  কোনও রোগ হওয়ার আগেই ওষুধটি প্রয়োগ করে সংক্রমণ ঠেকানো। ক্যান্সারের ভ্যাকসিনটি অবশ্য ভিন্ন ধরনের। রোগীর ক্যানসার ধরা পড়ার পরে এটি দেওয়া হবে। কাছে অন্য প্রতিষেধকের মতোই করবে। শরীরের ইমিউন সিস্টেম বা নিজস্ব রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সজাগ করবে ওই টিকা। শরীরের খুঁজে বার করবে শত্রুকে এবং তারপর ধ্বংস করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.