Header Ads

অসম -বঙ্গের বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর শারদ সংখ্যা বেরোবে প্রস্তুতি চলছে

 নয়া ঠাহর, গুয়াহাটি,  ২জুলাই  ,:অসম -বঙ্গের   সাংস্কৃতিক  ভাষিক আত্মিক সেতুবন্ধন   নয়া ঠাহর বিশিষ্ট ভূমিকা পালন করে চলেছে।  ২০২৪ সালের পত্রিকা প্রকাশনার প্রাক প্রস্তুতি শুরু হয়েছে। এবারও  এই বিশ্বের জ্বলন্ত সমস্যা জল ও পরিবেশ সমস্যা প্রাধান্য পাবে।   মুখ্য সম্পাদক অমল গুপ্ত  ২১জুন শুক্রবার  গুয়াহাটি মেডিক্যাল কলেজে হাসপতালে    গলব্লাডার স্টোন  অপারেশন করিয়েছে।  অসুস্থ  অবস্থা তে- ও গুয়াহাটি এবং  পত্রিকার আঞ্চলিক কার্যালয়  কান্দি শহর ,কান্দি জেল রোড ,  মুর্শিদাবাদ এ বসে   শারদ সংখ্যা  প্রাক প্রস্তুতি  চালাচ্ছেন।    সাধারণ লেখা নয় গবেষণাধর্মী  পরিবেশ সচেতন    দেশ ও দশের প্রতি   ভাবনা  চিন্তা আছে   কেবল সৎ প্রকৃতির সেই   মানুষ   এই লেখার যোগ্যতা অর্জন করবে। উপদেষ্টা বোর্ড  চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। টেলিফোন এ   মুখ্য  সম্পাদকের  সঙ্গে যোগাযোগ করবেন না। যোগ্যতা থাকলে পরিবেশ জল  দূষণ নিয়ে গবেষণাধর্মী মৌলিক লেখা  কম্পোজ করে পাঠাবেন।   হাতে  লেখা  চলবে না।উপদেষ্টা বোর্ডের অনুমতি সাপেক্ষে উৎকৃষ্ট মানের লেখা  প্রকাশ পাবে। এবারও নয়া ঠাহর এর প্রচ্ছদ   করবেন জাতীয় পর্যায়ের   প্রচ্ছদশিল্পী অরূপ  গুপ্ত। ভারতের ১৪ টি সরকারি ভাষায়  ন্যাশনাল বুক  ট্রাস্টের( এন বি টি )এবং এন  সি ই  আর টি    প্রায় হাজার গ্রন্থের  প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দিল্লী বাসী শিল্পী  অরূপ গুপ্ত ।। সে বরাবর নয়া ঠাহর প্রচ্ছদ আঁকছেন।কোলকাতার দেশভাবনা  প্রকাশন সন্থা থেকে প্রকাশ পাবে।  সংস্থার  কর্ণধার শ্রীরাম পুরের   বিশিষ্ট সংবাদিক দেবকিশোর চক্রবর্তী । দেশ ভাবনা প্রকাশন সংস্থা সাংবাদিক অমল গুপ্ত  সাংবাদিক জীবন গ্রন্থ টি কলকাতার  আন্তর্জাতিক  গ্রন্থ মেলায় প্রকাশ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.