Header Ads

2060 ভারতের জনসংখ্যা হবে ১৭০ কোটি

২০৬০-এ ভারতের জনসংখ্যা ১৭০ কোটি 
 মৌমিতা দাস, কান্দি
২০০৬- এর দশকের গড়ায় ১৭০ কোটি ছুঁয়ে ফেলবে ভারতের জনসংখ্যা। এমনই আশঙ্কার কথা শোনালো রাষ্ট্র পুঞ্জ। জানালো তার পরে জনসংখ্যা ১২ শতাংশ কমবে। কিন্তু তাতেও এই শতক জুড়ে ভারতবশ্বির সবচেয়ে জনবহুল দেশ হয়ে থেকে যাবে।
  গত কাল দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট ২০২৪ রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। তাতে বলা হয়েছে বিশেষ জনসংখ্যা আগামী ৫০ - ৬০ বছর ক্রমশ বাড়বে। ২০৮০ সালের মাঝামাঝি পৌঁছে বিশেষ শীর্ষ  ছাঁবে। বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়াবে ১০৩০কোটি। এই মুহূর্তে অর্থাৎ ২০২৪ সালে বিশ্বের মোট জনসংখ্যা ৮২০  কোটি। ২০৮০ এরপর থেকে জনসংখ্যা কমবে। এই শতকের শেষে দাঁড়াবে ১০২০ কোটি। গত বছর চিনকে ছাপিয়ে জনসংখ্যার বিচারে প্রথম স্থান দখল করেছিল ভারত। রাষ্ট্রপুঞ্জের ও রিপোর্টে বলা হয়েছে ২১০০- এর পরেও ভারতেই প্রথম স্থানে থাকবে। এখন ভারতে জনসংখ্যা ১৪৫ কোটি। ২০৫৪ সালে হবে ১৬৯ কোটি ।এর পর জনসংখ্যা কমবে। একুশ শতকের শেষে গিয়ে ১৫০ কোটি হবে।
   চিনের জনসংখ্যা এখন 141 কোটি। 2058 সালে হবে ১২১ কোটি। ২১ শতকে শেষে ৩৬.৩ কোটি হয়ে যাবে। রিপোর্টে বলা হয়েছে ভবিষ্যতে ভয়াবহ ভাবে জনসংখ্যা হ্রাস পাবে চিনে। ২০২৪ সালে থেকে ২০৫৮ সালের মধ্যে ২০. ৪ কোটি জনসংখ্যা কমবে চিনে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.