Header Ads

জামাই ষষ্ঠী তে জামাই দের আদর নেই

  মৌমিতা দাস  :কন্যার সুখী সংসারের কামনায় জামাইষষ্ঠী  করেন মা-বাবারা। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে আমন্ত্রণ করে খাওয়ানোই বিধি। জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো সুতো বেঁধে মঙ্গল কামনা করেন শাশুড়ি মায়েরা। মাছ মাংস যাবতীয় মিষ্টি লুচি   আম কাঁঠাল  সব প্রস্তুত করেন। জামাই বাবারা সন্তস্তু হলে কন্যারা ভাল থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.