পাক জেল থেকে মুক্তি করছে অসম কন্যা ওয়াহিদা
পাক জেল থেকে ফিরলেন অসমের ওয়াহিদা
কাবুলিওয়ালার বউ হতে চেয়েছিলেন অসামের ঘর। কিন্তু শ্বশুরবাড়ির বদলে সপুত্র ঠাঁই হয়েছিল পাকিস্তানের হাজতে। বিস্তর আইন লড়াই ও কূটনৈতিক যোগাযোগের পরে শেষ পর্যন্ত ওয়াগা সীমান্তর পার করে ১১ বছরের ছেলে ফৈজ খানকে নিয়ে বুধবার দেশে ফিরলেন ওয়াহিদা বেগম।
নগাঁওয়ের বড় বাজারের বাসিন্দা ওয়াহিদা বেগমের স্বামী মহসিন খান বছর পাঁচেক আগে মারা যান। পরে সেলিম খান নামে এক কাবলিওয়ালার সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওয়াহিদার। ২০২২ সালের নভেম্বরে স্বামীর সম্পত্তি ৬ লক্ষ টাকার বেচে দিয়ে নগাঁও সদর থেকে ১০ বছরের ছেলেকে নিয়ে গাড়িতে ওঠেন তিনি। কিন্তু বাড়ি ফেরেননি পরে তাঁদের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় গুয়াহাটি বিমানবন্দরে পাওয়া যায়। ওয়াহিদার মা তারিফা বেগম মেয়ে ও নাতির উধাও হয়ে যাওয়া নিয়ে সম্পত্তি উধাও হয়ে যাওয়া নিয়ে সম্পত্তি কেনাবেচায় যুক্ত তিন জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর সন্দেহ ছিল সম্পত্তি সংক্রান্ত করণে মেয়ে ও নাতিকে অপহরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই