আমূল ,মাদার ডেয়ারী দুধে দাম বাড়লো
বাড়ল দুধের দাম
ভোটগ্রহণ পূর্ব শেষ হতেই দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল আমুল। সোমবার মাদার ডেয়ারি জানিয়েছে সমস্ত শ্রেণির দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়াচ্ছে তারাও। সংস্থার দাবি দুধ সংগ্ৰহ এবং কাঁচামালের খরচ বৃদ্ধি সত্ত্বেও ১৫ মাস পরে দাম একই জায়গায় রেখে দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারির পরে এই প্রথম দাম বাড়ানো হল। বর্ধিত এ দিন থেকেই কার্যকর হয়েছে। ফলে দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকার পাশাপাশি মাদার ডেয়ারির সমস্ত বাজারেই ক্রেতাদের বাড়তি দাম গুনতে হবে।
কোন মন্তব্য নেই