হিন্দুত্ব বাদী বিজেপি একক সংখ্যা গরিষ্ঠ হয়ে হ্যাট্রিক করবে আর অসমের হিন্দু বাঙালি দের বিদেশি নোটিশ ধরাল বরাক পুলিশ
নয়া ঠাহর : অমল গুপ্ত,কোলকাতা: দেশের হিন্দুত্ব বাদী বিজেপি আবার তিনবার দিল্লির মসনদে বসবে। এর মধ্য অবহেলিত বাঙালি প্রধান বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার রাতা বাড়ি থানার পুলিশ ,প্রায় ৩০০ বাঙালি হিন্দু কে বিদেশি নোটিশ ধরালেন। ভারতের স্বাধীনতার বহু বছর পূর্বে তদানীন্তন পূর্ব পাকিস্থান বর্তমান বাংলাদেশ থেকে আসা জাতি দাঙ্গার বলি হয়ে সব কিছু খুইয়ে অসমে মাথা গোঁজার এক টুকরো ঠাঁই করে নিয়েছিলেন।অসমের জল হওয়ার অসমের মাটিতে স্বাস প্রশ্বাস নিয়ে অসমের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার এত্ বছর পরে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ নোটিশ ধারালো। অধিকাংশ বিদেশি ট্রাইব্যুনালে মামলা ঝুলছিল নতুবা সন্দেহজনক বা ডি ভোটার তারা আর্থিক দূরবস্থা র জন্যে মামলা চালাতে পারছিলেন না। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সাতদিন আগেই আশ্বাস দিলেন নাগরিকত্ব সংশোধনী আইন চালু হয়ে গেছে।এবার বাংলাদেশ থেকেও নির্যাতনের বলি হয়ে ভারতে আসতে বাধ্য হয়ে ছিলেন তাদের কোনো শর্ত ছাড়াই নাগরিকত্ব প্রদান করা হবে।। বরাক এর পুলিশ যে ৩০০জনকে বিদেশি নোটিশ ধরিয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না? বাঙালি হিন্দুরা কি অপরাধ করেছে যে তাদের কোনো সুবিচার হয়না। এক্সিট পোল ইঙ্গিত দিয়েছে করিমগঞ্জ এবং শিলচর থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করবে।।এই দুই বিজেপি সাংসদ এর ক্ষমতা দেখবো ৩০০ বাঙালি হিন্দুর পক্ষে লড়াই করতে পারবে কিনা ।বর্তমান বিজেপি বিধায়ক সব কয়েকজন বিধান সভার লাস্ট বেঞ্চে চুপ করে বসে থাকেন। বিজেপি থেকে সরে আসা kamlakhy a Dey purasthskya একাই লড়ে ন।এবার অগ্নি পরীক্ষা হবে বিজেপি সাংসদ বিধায়ক দের ক্ষমতা কতখানি।শিলচর কে বন্যা মুক্ত করতে পারবেন বিজেপি নেতারা।
কোন মন্তব্য নেই