Header Ads

বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত কে জীবন দান করলেন জিএমসি বিশিষ্ট ডাক্তার পুরিজিৎ চৌধুরী

 অমল গুপ্ত ,গুয়াহাটি  গুয়াহাটি  অসম ,গুয়াহাটি মেডিক্যাল কলেজের বিশিষ্ট ডাক্তার পুরিজিৎ চৌধুরী  সাংবাদিক অমল গুপ্তের নতুন জীবন দান করলেন। অসমের বিশিষ্ট সাংবাদিক পেনশনার অমল  গুপ্তের   গলব্লাডার স্টোন অপারেশন করলেন ডাক্তার পুরীজিৎ চৌধুরী ।গত শুক্রবার অপরাহ্নে বিশেষ অপারেশন এর ব্যবস্থা করা হয়েছিল সাধারণত সকালের দিকে অপারেশন করা । সাংবাদিক।অমল গুপ্ত র রোগের জটিলতার কথা চিন্তা করে বিদেশ থেকে আমদানি কর 20 লাখ টাকার অত্যাধুনিক প্রযুক্তির   সাহার্য্য পাকস্থলীর বড় পাথর  গুড়িয়ে    চিকিৎসা করলেন। জীবনের শেষ  অপরাহ্নে  অসমের বিশিষ্ট সাংবাদিক গলব্লাডার স্টোন সহ অন্যান্য রোগে ভুগছিলেন। গলব্লাডার এর পাশেই সিস্ট  ভেঙে গুঁড়িয়ে দেবার জন্যে বিদেশ থেকে আমদানি করা অত্যাধুনিক মেশিন  ব্যবহার করে ডাক্তার চৌধুরী অমল গুপ্ত ও  সঙ্গে উপস্থিত  জাতীয় পর্যায়ের শিল্পী  দিল্লির অরূপ গুপ্ত   কে     বলেন এই যন্ত্র রাজ্যে প্রথম ব্যবহার হল। প্রথমেই আপনার জীবন দান করে। অত্যন্ত জটিল ছিল এই অপারেশন।গলব্লাডার এর এক বড় পাথর  সহ অন্যান্য ক্ষুদ্র খুব  পাথর জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার পথে  প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল যন্ত্রটি এই প্রথম ব্যবহার করে সফলতা আসে রাজ্যের সাংবাদিকের নতুন জীবন দান সম্ভব হয়।  গুয়াহাটি মেডিক্যাল কলেজ  হাসপাতালের  অধ্যক্ষ   অভিজিৎ শর্মা  এই  অপারেশন করার ক্ষেত্রে সর্বতোভাবে   সাহার্যে এগিয়ে আসেন। অসমের জনপ্রিয় টিভি  চ্যানেল ডি ওয়াই  365এর  সংবাদিক  প্রদীপ বর্মন  ,সংবাদিক  মৌসম জ্যোতি   সংবাদ কর্মী দণ্ডি রাজ দাহাল ,দিস পূর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জ  মোহন রায়,গুয়াহাটি প্রেস ক্লাবের সাধারণ  সম্পাদক সঞ্জয় রায়  প্রমুখ সাহার্য্য   ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।  সাংবাদিক অমল গুপ্ত  সহ যোগিতার জন্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তাঁর অফিস স্টাফ ও রাজ্যে বাসীকে অভিনন্দন জ্ঞাপন করেন।  রাজ্যের ও  বিশিষ্ট  ডাক্তার চৌধুরী ও অন্যান্য সহকর্মী ডাক্তার ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা   প্রকাশ করেন।বিশেষ করে জাতীয় পর্যায়ের প্রচ্ছদ শিল্পী অরূপ গুপ্ত ভাইকে  কে বহু প্রতিকূলতা সত্ত্বেও দিল্লী থেকে এসে উপস্থিত থেকে  দাদা দিস পূর প্রেস ক্লাবের  প্রাক্তন সভাপতি ,নয়া ঠাহর সম্পাদক ,বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তের মানসিক শক্তি বৃদ্ধি করেছিলেন। /গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর কেবিন  থেকে আজ ভোর চারটার সময় এই সংবাদ বঙ্গ -অসমের বাংলা পোর্টাল নয়া ঠাহর   এ পোস্ট করা হয়।/























কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.