Header Ads

আবার বড় রেল দুর্ঘটনা ১৩১৭৪ ডাউন আগরতলা - কোলকাতা গামী ট্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

নয়া ঠাহর ,গুয়াহাটি:  আগরতলা-   কলকাতা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ নিউজলপাইগুড়ি স্টেশন এর আগে রাঙ্গাপারা স্টেশন এর কাছে একই লাইনে আসা মালগাড়ি ট্রেনের ধাক্কায় দুটি বগি উল্টে ভেঙে চুরে যায়। হতাহত বহু।   ঈদ উৎসব উপলক্ষ্যে অসমের বহু যাত্রী ট্রেনটিতে ছিলেন বলে জানা গেছে।উত্তর বঙ্গে লাগাতার বৃষ্টি বন্যা চলছে। উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যপাধ্যায় টুইট করে ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাহার্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বহু যাত্রী দুই কামড়া তে আবদ্ধ হয়ে পড়েছে।প্রাথমিক ভাবে ৫জন যাত্রী নিহত হয়েছে বহু যাত্রী আহত।করিমগঞ্জ সহ ব্যারাকের বহু যাত্রী অভিশপ্ত ট্রেনে ছিল বলে জানা গেছে। তবে রেল সূত্র দাবি করেছে  ৮জন নিহত ২৫ জন আহত  দুটি ট্রেনের ৪টি করে ৮ টি বগি লাইন চ্যুত হয়েছে। রেল দাবী করেছে যাত্রীদের খাবারের ব্যাবস্থা করা হয়েছে। বহু ট্রেন বাতিল হয়েছে। ট্রেনে অনেক গাফিলতি ছিল দুর্ঘটনা বিরোধী device কবচ ব্যবহার করা হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেন কেন্দ্র নির্বাচন নিয়ে ব্যস্ত যাত্রী সাধারণের কথা ভাবেনা।   কংগ্রেস উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে।  সাধারণ যাত্রীদের অভিযোগ প্রধানমন্ত্রী বান্ডে ভারতের মত বিলাসী ট্রেন চালু করেছে সাধারণ ট্রেন গুলি টয়লেট জল থাকেনা আবর্জনায় ভরা। রাতে নিরাপত্তা থাকেনা।টিটি বাবুরা অর্থের বিনিময়ে বাইরের টিকিট বিহীন যাত্রীদের ট্রেন তোলে বলে অভিযাগ  আছেই।  বড় দুর্ঘটনা হল তদন্ত হবে কেউ বিচার পাবেনা। তদন্ত বছরের পর চলতেই থাকবে। রেল বিভাগ বড়ই অবহেলিত বিভাগের বাজেট তুলে দেওয়া হল। দেশের মানুষ রেল বাজেট নিয়ে চুল চেরা হিসাব নিকাশ  করতেন।সেই সুযোগ নেই।ব্যাপক দূর্নীতি গ্রাস করেছে রেল কে। ল্যামডিং - শিলচর পাহাড় লাইন টানেল হাজার ক্রুটি বন্যার জল ঢুকছে। যে কোনো সময় এই লাইন বন্ধ হয়ে যাবো বলে বরাকের বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে। 







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.