Header Ads

রংবেরং লতা ,পাহাড়ি ঘুরা পথ ,লতা পাতা বুনজ গন্ধ, ফল মুল আর অবিরাম ঝিরি ঝিরি বৃষ্টি কামখ্যা নীলাচল পাহাড যেন মন্ত্র মুগ্ধ

অমল গুপ্ত ,গুয়াহাটি দেশের অন্যতম ধর্মীয় মেলা অসমের  অম্বুবাচী  মেলা আজ  26জুন , নিবৃত্তি দ্বার খুলে গেল । লাখ লাখ ভক্ত প্রাণ মানুষদের ঢল নেমেছে। 22 জুন দ্বার বন্ধ হয়েছিল। দেশ বিদেশ থেকে নাগা সন্যাসী  ,কি ন্নর সমাজ সহ প্রতিবেশী  রাজ্যে পশ্চিমবঙ্গ  , ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড  এমন কি দক্ষিণের রাজ্যে থেকেও  ভক্তরা সমবেত হয়েছেন।   গুয়াহাটি মহানগর পুলিশ কমিশনার দিগন্ত  দাস  সুষ্ঠ ব্যবস্থা করেছেন। এবার ভিভিআইপি দের  মা  কামাখ্যা দর্শনের উপর  কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ভিআইপি গাড়ি   ঢুকতে দেওয়া হয়নি। পান্ডুর দিক থেকে নতুন পথ  নির্মাণ  করা হয়েছ। দিনকে দিন এই মেলার জনপ্রিয়  ত বাড়ছে   দূরদূরান্ত থেকে আসা গরীব ভক্তরা মা  কে দর্শন করতে এসে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন ।একবার লাইন দাও, একবার কুপন  সংগ্রহ করে,   পেশাল পুজো  বাড়তি টাকা দাও ইত্যাদি  নিয়ে একাংশ পাণ্ডার  ব্যবসায়ী  রাজ নীতি।  ভারতের তীর্থ  চূড়া মণি  বলে খ্যাত কামাখ্যা ধামের পবিত্র  টা নষ্ট হচ্ছে। বদনাম হচ্ছে ।ভবিষ্যতে মন্দিরের ভক্ত স্রোত আটকাতে  করিডোর করার প্রস্তাব নিয়েছে  সরকার  । মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা,   এই মন্দির কে  সর্ব শ্রেষ্ঠ করে গড়ে তোলার সব  ব্যবস্থা গ্রহণ করেছেন।    মা  কামাখ্যা   দেশের অভিভাবক, জগৎ  জননী  সব ভক্ত প্রাণ মানুষের  দর্শন আর প্রণাম করার অধিকার আছে শুধু পান্ডাদের নয়।

 









  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.