Header Ads

গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল একমাত্র ভরসার স্থল ডাক্তার পুরজিৎ চৌধুরী

*গৌহাটি মেডিকেল কলেজের একমাত্র ভরসার স্থল ডা:পুরজিৎ চৌধুরী*

সানি রায়,গৌহাটি: মেডিকেল কলেজে এমন একজন শল্য চিকিৎসক যার অবদান অনস্বীকার্য,প্রত্যেক রোগীর ভগবান তিনিই , তাঁর প্রতি অগাদ আশা ভরসা।
রোগীর মনে চিকিৎসক ই হলো ভগবান পরেই যেন একজন,আর আজকাল হয়তো অনেকাংশে সেই পূর্ববর্তী রেওয়াজ কমে গেলেও কিছু অংশ আজ ও বাস্তবে রয়েছে।
এবার শুধু শিলচর নয়, গৌহাটি তে এমন একজন চিকিৎসকের নাম বলবো হয়তো আপনার সবার পরিচিত,তিনি যেন অপারেশন রোগীর এক ভগবান, অনেকেই নাছোড়বান্দা তাঁর হাতেই করবে অপারেশন,কি যেন এমন ক্ষমতা লুকিয়ে রয়েছে তাঁর মধ্যে? কি সেই গৌহাটি মেডিকেল কলেজের শল্য চিকিৎসক?
অনেক অপারেশন তথা অস্ত্রপ্রচার রোগীর অধিকাংশ ভরসা ই চিকিৎসক আর বাকি হলো ঈশ্বর।
গৌহাটি মেডিকেল কলেজের কে সেই শল্য চিকিৎসক ? তিনি আর কেউ নন! চিকিৎসক পুরুজিৎ চৌধুরী,তিনি সুদূর আমেরিকা এবং জাপান থেকে শল্য চিকিৎসার উপর বিশেষ ডিগ্রি লাভ করে ভারতের বেশকটি রাজ্যে প্রশিক্ষণ নিয়ে আজ তিনি এইচওডি গৌহাটি মেডিকেল কলেজে শল্য চিকিৎসক এর দায়িত্বে রয়েছেন। তাঁর অনুপ্রেরণায় শুধু নিজেই নয় তাঁর একমাত্র পুত্র ও কন্যা সন্তান সেই একই চিকিৎসক পথ বেছে নিয়েছে। চিকিৎসক একজন সেবক যা পুরুজিৎ বাবু অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেয় তাঁর জুনিয়র চিকিৎসক দের। এবং গতানুগতিক তাঁরা ও সেই চৌধুরী বাবু কে নজর রেখে রোগীদের একমাত্র ভরসার স্থল হয়ে উঠেছে। এখন গৌহাটি মেডিকেল কলেজ বলতেই শল্য চিকিৎসা তথা অস্ত্রপ্রচার রোগীর অনেকেই একমাত্র আবদার চিকিৎসক পুরুজিৎ চৌধুরী র মাধ্যমে ই চিকিৎসা করবে।
এবার তিনি শুধু বিত্তশালী বা রাজনৈতিক নেতা মন্ত্রীর সহায়তা করেন তাই নয় , তিনি একদম সাধারণ রোগীর ভরসা আর সেই ভরসা রেখে অনেক ছুটাছুটি র পর পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা র এক রোগীর মুখ থেকে সরাসরি শুনুন চিকিৎসক পুরুজিৎ চৌধুরী র সেবা কেমন ? এবং আদৌ কি সেবা পেয়ে থাকে চিকিৎসক পুরুজিৎ চৌধুরী র মাধ্যমে! তা আমার কথা নয় সাধারণ রোগীর মতামত।
তৎসঙ্গে আজ ও  সেই সাধারণ খেটে খাওয়া রোগীর ভরসাস্থল এমন একজন শল্য চিকিৎসক ড° পুরুজিৎ চৌধুরী যে তিনি ই যেন ভগবানের পরেই একজন এমনটাই ধারণা সাধারণ রোগীর। সমাজ চায় এমন চিকিৎসক,আর সেই পেশার আরেক নাম হলো সেবা। যা চৌধুরী বাবু নিজের আদর্শ দিয়ে দেখিয়ে দেয় কিভাবে সরকারের দায়বদ্ধতা পালন এবং প্রকৃত রোগীর ভগবান হয়ে সেবা প্রদান । সমাজে এমন চিকিৎসকের মৃত্যু নয় তাঁরা রোগীর মনে চিরদিনের জন্য অমর হয়ে থাকেন। তাই আধুনিকতার জগতে লোভ- লালচা - বিলাসিতা ছেড়ে এমন চিকিৎসক হয়ে সমাজের কাজে নিজেকে লাগিয়ে ধন্য হন , তাঁর বিকল্প আর কিছুই নয়। তাই প্রাপ্তি - মুক্তি সব ই একই পথে!
      কদিন পূর্বে নয়াঠাহর  বাংলা (ডিজিটাল নিউজ পোর্টেল) এবং  বাংলা সাহিত্যচর্চা  ওয়েবসাইটের কর্ণধার  প্রবীণ বলিষ্ঠ সাংবাদিক তথা রাজ্যের দিশপুর প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি অমল গুপ্ত দা-কে গোলব্লাডার স্টোন অপারেশন করেন ঐ প্রখ্যাত চিকিৎসক পুরজিৎ চৌধুরী। রোগী অমল গুপ্ত ২ নং কেবিনে থেকে  চিকিৎসাধীন ছিলেন চৌধুরী বাবু র অধীনে। বতর্মানে তিনি সুস্থ আছেন। এই প্রবীণ বলিষ্ঠ সাংবাদিক সদ‍্য অপারেশন থেকে উঠেই সাংবাদিকতার কলম ধরলেন এবং এই মহান চিকিৎসক পুরজিৎ চৌধুরীর সুকৌশলীর মাধ্যমে গত শুক্রবার  অপারেশন করেন জটিলতার মধ্যে থাকা পাকস্থলীর বড় পাথর বাহির করে তিনি জীবন দান করেন প্রবীণ সাংবাদিক অমল গুপ্ত দা কে। তৎসঙ্গে রাজ্যের প্রবীণ সাংবাদিক অমলদার দ্রুত আরোগ‍্য কামনা করে গত শুক্রবার বরাক ভ‍্যেলী ফোরামের কার্যালয়ে সভাপতি সূধন্যা সিনহা র পৌরহিত্যে সাধারণ সম্পাদক সানি রায় ও সহ সভাপতি 
শুভসুন্দর দেব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শুশীল সিনহা সহ উপস্থিত কয়েক জন সাংবাদিক মিলে বিশেষ প্রার্থনা জানানোর পাশাপাশি চিকিৎসক পুরুজিৎ চৌধুরী র উপর ভরসা রেখে উনার চিকিৎসা সেবা কে কৃতজ্ঞতা জানায় মিডিয়া ফোরাম।


ছবি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.