অসম সরকার অসমের সাংবাদিকদের জন্যে বিজ্ঞাপন দিল
নয়া ঠাহর অমল গুপ্ত ,গুয়াহাটি: অসম সরকার প্রতিবছর ২০ জন করে সাংবাদিক যে মাসিক পেনশন দিচ্ছে। গতবছর বিজ্ঞাপন দেওয়া হয়নি।এবার ২০২৪ সালের জন্যে বিজ্ঞাপন ইস্যু করে। ৬০ বছর উর্দ্ধে অবসর গ্রহণ করেছে কমকরে ২০ বছর অসম সরকারের অনুমোদিত অ্যাক্রিডিয়েটেড সংবাদিক , ফটো সাংবাদিকের আবেদন করার আর্জি জানিয়েছে। অসম সরকার সাংবাদিকদের মাসে ৮ হাজার টাকা করে পেনশন দিচ্ছে। এই টাকা বৃদ্ধি করে ১০ হাজার টাকা করার করার প্রস্তাব ইতিমধ্যে অসম মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে বলে জানা গেছে। তাবে কার্যকরী হয়নি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার গনতন্ত্রের প্রহরী সাংবাদিকদের কম হলেও মাসে মাসে আর্থিক সাহায্য দিচ্ছে প্রতিবেশী পশ্চিমবঙ্গ সরকার তাও দেয়না। পশ্চিম বঙ্গের ১০০ বছরের পুরোনো বাংলা সাপ্তাহিক কান্দি বান্ধব এর সম্পাদক কে মাসে তিনহাজার করে পেনশন। দিচ্ছে। বড় লজ্জা আর পরিতাপের কথা ৭৫বছর স্বাধীনতা র পর দেশ গড়া গনতন্ত্র প্রহরী সাংবাদিকদের কোনো মূল্য নেই। কেন্দ্রের আর তৃনমূল জমানা তে সাংবাদিকদের সম্মান জানানো হয়না। শুধুই অসম্মান ।আর অসম্মান।আর অবহেলা।
কোন মন্তব্য নেই