Header Ads

ইন্দিরা জেলে পুরলেও দুর্ব্যবহার করেননি দাবী লালু প্রসাদের

অমল গুপ্ত : ৩০ জুন রবিবার:১৯৭৫ সালে ২৫ জুন প্রাক্তন প্রধান মন্ত্রী  ইন্দিরা  গান্ধী দেশে ২১ মাসের জন্যে জরুরি  আইন জারি করে দেশের হাজার হাজার মানুষকেবে বিনা অপরাধে জেলে পুড়েছিলেন। সাংবিধানিক মৌলিক অধিকার  ছিনিয়ে নিয়েছিলেন। দেশকে অপমান করেছিলেন। বিহারের প্রাক্তন দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী লালু প্রসাদ   সেই সময়ে জেল খাটা এখন বলছেন ইন্দিরা গান্ধী তাঁকে জেলে পুড়লেও দুর্ব্যবহার করেন নি। তার কাছে জেল খাটা অপমান নয়  বা!বা! লালুপ্রসাদ   একমাত্র তুমিই এই কথা বলতে পার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.