শিলচরে ডন বস্কো স্কুল বাঙালি বিরোধী স্থিতি মানছে না বাঙালি ছাত্র যুব সমাজ
নয়া ঠাহর শিলচর
শিলচরের ডনবস্কো স্কুলে বাংলা বিষয়ের প্রশ্ন ইংরেজি ভাষাতে তৈরি করা নিয়ে প্রতিক্রিয়া জানালো ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’। শিলচরের ডনবস্কো স্কুল শাখায় তৃতীয় শ্রেণীর বাংলা ভাষার পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি ভাষায় করায় নেট মাধ্যমে ভাইরাল হওয়ায় সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা মতামত দেয়। কলকাতা থেকে পাঠানো প্রেস বিবৃতিতে ‘বাঙালী ছাত্র-যুব সমাজে’র কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস বলেন— এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, বাংলা বাঙালীদের মাতৃভাষা। সেই মাতৃভাষা পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে করা মাতৃভাষা বাংলা ভাষার অবমাননা। কর্তৃপক্ষ যাই অজুহাত দিক না কেন এই ঘটনার জন্য ডনবস্কো স্কুল শিলচর শাখাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও এরকম অনভিপ্রেত ঘটনা আর দ্বিতীয়বার কখনো ঘটবে না কথা দিতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ‘মাতৃভাষা মাতৃদুগ্ধ’। আমরা সবাই জানি, মাতৃদুগ্ধ শিশুর পুষ্টির সবচাইতে গুরুত্বপূর্ণ খাদ্য। সেই মাতৃদুগ্ধসম মাতৃভাষা বাংলাকে এই সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলগুলি তৃতীয় শ্রেণীর ভাষা হিসেবে করে রেখে বাঙালী শিশুদের মনে প্রাণে বাংলা ভাষা সম্পর্কে তৃতীয় শ্রেণি অর্থাৎ নিম্নমানের ভাষা হিসেবে এক মনস্তাত্ত্বিক চিন্তাধারার অনুপ্রবেশ ঘটাচ্ছে। ভাষা জাতির মেরুদণ্ড। মাতৃভাষা সম্পর্কে অবজ্ঞার বোধ তৈরি করার অর্থই হলো জাতির মেরুদন্ড ভেঙে দেওয়া। আমরা দাবী রাখছি অবিলম্বে বরাকের সরকারী-বেসরকারী সমস্ত স্কুলগুলোতে বাংলা ভাষার পঠনপাঠন বাধ্যতামূলক এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও বাংলা ভাষাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়াতে হবে। আমরা ইংরেজি ভাষার বিরুদ্ধে নয় কিন্তু ইংরেজি ভাষাটা কাজের ভাষা। তাকে কাজের মধ্যে সীমাবদ্ধ রেখে আমাদের মাতৃভাষা নিয়ে চর্চা আমাদের সুক্ষতর শৈল্পিক মনোভাব, উন্নত চিন্তাধারাকে আরও ত্বরান্বিত করবে বলেই আমরা মনে করি। তাই সকল বাঙালী অভিভাবকের কাছে আমাদের আবেদন আপনার শিশুসন্তানকে ইংরেজি পড়ান কোন অসুবিধা নেই। কিন্তু বাধ্যতামূলকভাবে বাংলা ভাষার চর্চা করান, বাংলা ভাষাটাকে পড়ান। বাংলা ভাষাই জাতিটাকে বাঁচাবে। বাংলা ভাষাই আপনার সন্তান-সন্ততিকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখবে, সসম্মানে প্রতিষ্ঠিত করবেই করবে।
নিবেদক—
তপোময় বিশ্বাস
কেন্দ্রীয় সচিব, বাঙালী ছাত্র-যুব সমাজ
২নং বল্লভ স্টীট, কলকাতা-০৪
কোন মন্তব্য নেই