Header Ads

হরি য়ানা এক কনস্টেবল ব্যাঙ্ক থেকে ৩৫ লাখ টাকা ঋণ নিয়ে গাছ রোপণ করছেন

গাছ লাগানোর জন্য ব্য়াঙ্কে লক্ষ লক্ষ টাকা ঋণ ! জানুন 'ট্রি ম্যান' কনস্টেবলকে
 মৌমিতা দাস
গাছ থাকলেই যে মানুষ ও বাকি প্রাণীরা বাঁচতে পারবে, তা বুঝেছেন এক কনস্টেবল ৷ তাই বিগত এক দশক ধরে সবুজ সংরক্ষণের উদ্দেশ্যে গাছ লাগিয়ে চলেছেন তিনি ৷ উত্তর ভারতের তীব্র তাপপ্রবাহের মধ্যেও চণ্ডীগড় পুলিশের কনস্টেবল দেবেন্দ্র সুরা সবুজের দূত হিসেবে কাজ করে চলেছেন ৷ সুবজকে বাঁচাতে তাঁর এই প্রচারের জন্য দেবেন্দ্রকে লোকে চেনে 'ট্রি ম্যান' নামে ৷2014 সাল থেকে প্রকৃতি সংরক্ষণ নিয়ে জনগণকে সচেতন করে চলেছেন দেবেন্দ্র ৷ গাছ লাগানোর জন্য তিনি নিজের পুরো বেতন খরচ করেন ৷ প্রকৃতির প্রতি এই ভালোবাসার জন্য তিনি লক্ষাধিক টাকা ধারও করেছেন ৷ হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা দেবেন্দ্র নিজের এলাকাতে একটি নার্সারি তৈরি করেছেন ৷ নাম দিয়েছেন জনতা নার্সারি ৷এটি স্থাপনের জন্য তিনি ব্য়াঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছেন ৷ সাধারণ জীবনযাপনে অভ্য়স্ত দেবেন্দ্র প্রকৃতিকে ভালোবেসে প্রতি বছর হাজার হাজার গাছ লাগান ৷ এক দশকেরও বেশি সময়ে তিনি বিভিন্ন জায়গায় আড়াই লক্ষেরও বেশি গাছ লাগিয়েছেন বলে জানান দেবেন্দ্র ৷ তাঁর কথায়, গাছ লাগানোর জন্য এখনও পর্যন্ত তিনি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ছ'বারে 35 লক্ষ টাকা ঋণ নিয়েছেন ৷ তিনি প্রথমেই বাড়িতে বলেছিলেন তাঁর বেতন বৃক্ষরোপণে ব্যয় করবেন ৷ তাঁর অবসরপ্রাপ্ত সেনাকর্মী বাবা সংসারের ব্যয়ভার বহন করবেন ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.