দেশে ৮০,৯মিলিয়ন হেক্টর বনভূমি, বছরে ৬৬৮০০০০ একর ধ্বংস , ২৫, ২৫ কিলোমিটারে গঙ্গা সর্বোচ্চ দূষিত, ৭১শতাংশ কলিফর্ম ব্যকটেরিয়া আক্রান্ত
অমল গুপ্ত ,গুয়াহাটি: দেশের জল, স্থল, বনভূমি পাহাড় জঙ্গল , প্রাণী জগৎ সর্বত্র ব্যাপক অবক্ষয় ব্যাপক হারে জল দূষণ ।প্রায় তিন হাজার কিলোমিটার দীর্ঘ পবিত্র গঙ্গা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দূষিত।প্রতি ফোঁটা জল বিষাক্ত হয়ে গেছে।সেই জল চুমুক দিয়ে ভক্ত প্রাণ হিন্দুরা পুজো অর্চনা করেন। তারা জানেন না অজান্তে বিষ পান করলেন। আর রাজধানী নগরী নয়া দিল্লির কলঙ্ক যমুনা নদী মারাত্মক দূষিত, প্রতি ফোঁটা পয়জন চর্ম রোগের জীবাণু বা ব্যকটেরিয়া পাশে গেলেই দূর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ ।এই দেশের রাজধানী তে পুরোনো সংসদ ভবন ভেঙে হাজার কোটি টাকা ব্যায় করে নতুন সংসদ ভবন নির্মাণ করা হল।কিন্তু দুর্ভাগ্য যমুনা নদী চরম দূষিত কলঙ্ক হয়েই থেকে গেল। দেশের পবিত্র নদী গঙ্গার দূষণ থেকেই গেল। হিমালয় থেকে উৎপত্তি পবিত্র গঙ্গা নদীতে গত করোনা সংক্রমণে সময় হাজার হাজার রোগাক্রান্ত মৃতদেহ জলে ফেলে দেওয়া হয়েছিল। যমুনা নদীতে মৃত লাশ বেশী ফেলা হয়। দাহ না করে নদীতে ফেলে দেওয়র অভিযোগ আছে। সুপ্রিম কোর্টে ও অভিযোগ গিয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। দেশের মানুষ সৎ নিষ্ঠাবান নয়। অসৎ চরিত্রের বলে দেশের এই হল। দেশের অধিকাংশ রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্থ পরিবেশ সচেতন নয়। দেশের সব রাজ্যের ভূগর্ভের জল শুকিয়ে যাচ্ছে দূষিত হয়ে পড়ছে কারো কোনো মাথা ব্যাথা নেই। জঙ্গল পাহাড় নদনদী শুকিয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সেই সব নিয়ে চিন্তা করে না দূর্নীতি গ্রস্ত রাজনীতিবিদ রা।
কোন মন্তব্য নেই