শান্তিনিকেতন উৎসব
নয়া ঠাহর প্রতিনিধি, শান্তিনিকেতন : বঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে শান্তিনিকেতনের সিকম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল শান্তিনিকেতন মহোৎসব। সিকম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রবীর মুখোপাধ্যায় , রেজিস্ট্রার নির্মাল্য ঘোষ , বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন সিরাজুল ইসলাম , মহকুমাশাসক অয়ন নাথ , শিক্ষাবিদ ও সমাজকর্মী মনীষা বন্দ্যোপাধ্যায় , 'আলাপিনী সমিতি'র সভানেত্রী অপর্ণা চৌধুরীদের উপস্থিতিতে মাদলের তালে তালে আদিবাসী নৃত্যের ছন্দে সূচনা হয় উৎসবের। অতিথিবর্গ এবং শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত শিল্পীরা সমবেত ভাবে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন উৎসবের। অতিথিদের বরণ পর্বের পর শান্তিনিকেতনে তিন প্রজন্মের আশ্রমিক, 'আলাপিনী সমিতি'র সভানেত্রী অপর্ণা চৌধুরীর হাতে বঙ্গসংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে 'মহাশ্বেতা দেবী স্মারক সম্মান' তুলে দেন সম্পাদক ফিরোজ হোসেন ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্তুরবাদক পন্ডিত দিশারী চক্রবর্তীর বাজনা ও প্রবাসী বাঙালী শাস্ত্রীয় নৃত্যশিল্পী নৃত্যাঙ্গনা শিল্পী বারুরির নৃত্য উপস্থিত সকলের প্রসংশা অর্জন করে। উৎসবে সঙ্গীত পরিবেশন করেন সঞ্চারী বন্দোপাধ্যায় ,তন্ময় মুখোপাধ্যায়, আবৃত্তি করেন রানু গুহ। অনুষ্ঠান পরিচালনা করেন সুদীপ্তা মুখোপাধ্যায় ও গার্গী পোদ্দার। শুরুতেই সকলকে স্বাগত জানান বঙ্গ সংস্কৃতি মঞ্চের সম্পাদক ফিরোজ হুসেন।
কোন মন্তব্য নেই