টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট জয় করে ভারত ক্যাপ্টেন রোহিত শর্মা বিদায়
অমল গুপ্ত ,গুয়াহাটি , ৩০জুন। শনিবার টি টোয়েন্টি বিশ্ব কাপ জিতে ভারত জুড়ে উচ্ছ্বাস উন্মাদনা । সব কিছুতে পিছিয়ে থাকলেও ভারত ক্রিকেট বিশ্বে ভারতের মাথা উঁচুতে তুলে ধরছে। গতকাল রাতে দক্ষিণ আফ্রিকা কে সাত রানে হারিয়ে ভারত বিশ্ব জয় করলো। বিরাট কোহলি ক্যাপ্টেন রোহিত শর্মার পথ অনুসরণ করে ক্রিকেট থেকে বিদায় নিলেন। একসঙ্গে দুই মহারথী বিদায় ও এক ইতিহাস সৃষ্টি করলো। সেই সাতের দশকে বিশ্ব জয়ের পর এগার বছর পর ভারত জয়ের মুখ দেখলো। সমালোচনা করা হচ্ছে ক্যাপ্টেন বিরাট কোহলি নাকি ইচ্ছা করে বিশ রান কম করেছে। মাঠ না নেমেও এবার রিঙ্কুর সিং নাম আসছে পরবর্তি ক্যাপ্টেন গিরি নিয়ে। রোহিত মাঠ থেকে বিদায় নিয়ে বার্তা দিলেন পরবর্তী যুব ক্রিকেটার দের সুযোগ দেওয়ার জন্যে তার এই সিদ্ধান্ত। মাত্র সাত রানে জেতার সঙ্গে সঙ্গে বিরাট রোহিত শর্মা সাথীদে সঙ্গে নিয়ে পাঞ্জাবি ভাঙরা নাচতে শুরু করেন। সারা ভারত রাত জেগে টিভির সামনে বসে ছিলেন।এই বিশ্ব ক্রিকেট কোনো জাত পাত ছিল না।না ছিল হিন্দু মুসলিম। ধর্ম নিরপেক্ষ ভারতের ছবি ফুটে ঊঠে।প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে টিভি ভেঙে ফেলার অভিযোগ এসেছে। এমন কি আফগানিস্থান ও ভারতের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ক্রিকেট থেকে বিদায় নিয়ে যুব প্রজন্ম দের সুযোগ করে দেওয়ার ভাল নজির গড়লেন সৃষ্টি হল ইতিহাস। রোহিত শর্মা , বিরাট কোহলি শচীন টেন্ডুলকার সৌরভ গঙ্গোপাধ্যায় এই উজ্জ্বল নজির গড়েছেন। রাজনীতিতে এই নজির থাকতে হবে।ভারতে এই বি শাল মাপের জয়ের সুযোগ নিতে রাজনীতিবিদ দের লাফালাফি শুরু হয়েছে। কোনো রাজনীতিক দল যেন সেই সুযোগ না পায় টা সুনিশ্চিত করতে হবে। রোহিত শর্মা আজ পর্যন্ত ২০ওভার ক্রিকেট টুর্নামেন্ট পরাজয় বরণ করেন নি। তার বার্তা দেশের ক্রিকেট প্রেমীদের উৎসাহ জোগাবে। অসম -বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর ক্রিকেট বিশ্ব জয়ীদের অভিনন্দন জানিয়েছে। বি সি আই সভাপতি থাকাকালে কলকাতা প্রিন্স সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি কে ক্যাপ্টেন থেকে সরিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেন মনোনয়ন করেন। সৌরভ বিশ্ব জয়ের কৃতিত্ব পেতে পারেন। খেলা শুরুর আগে কবিগুরুর জাতীয় সঙ্গীত দেশকে আবেগে ভাসিয়ে দেয় দেশ প্রেম জাগিয়ে তোলে সেখানে বিন্দুমাত্র রাজনীতীর গন্ধ ছিলনা। এই আমাদের ভারত ভারত আমাদের প্রিয় দেশ।
কোন মন্তব্য নেই