মমতার লক্ষী ভান্ডার শেষ পর্যন্ত জয় এনে দিল, সন্দেশ খালি প্রভাব বিস্তার করতে পারেনি
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ, 18 তম লোকসভা নির্বাচনে তথাকথিত সংবাদ মাধ্যমের বুথ ফেরৎ সমীক্ষা মিলল না। পশ্চিমবঙ্গে তৃনমূল কংগ্রেসে লক্ষ্মী ভান্ডার এর মত প্রকল্প রাজ্যের মহিলাদের তাবৎ ভোটে ই ভি এম বক্স পূর্ন করেছে। 42টি আসনের মধ্যে বেলা 3, 30পর্যন্ত 29টি আসনে এগিয়ে আছে,।12টি বিজেপি ও 1টি আসনে কংগ্রেস এগিয়ে আছে। বামপন্থীরা একটিওআসন লাভ করেনি।। লক্ষ্মীর ভান্ডার ছাড়াও আবাসন প্রকল্প এর 100দিনের অর্থ থেকে বঞ্চিত করা তৃনমূল কে লাভ দিয়েছে। 543 টি আসনের মধ্যে এন ডি এ 297এবং ইন্ডিয়া জোট 227, আসনে এগিয়ে আছে। রাইবেরেলি কেন্দ্রে রাহুল গান্ধী 3লাখ 65হাজার ভোটে এগিয়ে আছেন। বহরম পূর কেন্দ্রে তৃনমূল প্রার্থী ইউসুফ পাঠান জয়লাভ করেন। বারানসি তে নরেন্দ্র মোদী সঙ্গে কংগ্রেস অজয় রাই হাড্ডাহাড্ডি লড়াই চলছে।46শতাংশ তৃনমূল ,বিজেপি 38শতাংশ ভোট পেয়েছে।রাজ্যের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী 6লাখের বেশী ভোট পেয়ে রেকর্ড গড়ছেন। অভিষেক আগে জানান রাজ্যে সবুজ ঝড় হবে তাই হতে চলেছে। বঙ্গে ভোট পরবর্তী হিংসা আজ শুরু হয়নি।কাল হবে তা নিয়ন্ত্রণ করার দায়িত্ত্ব নিতে হবে অভিষেক ব্যানার্জী কে।কারণ সারা দেশে না হলেও বঙ্গে হিংসা চলছে।আসানসোল থেকে অভিনেতা শত্রুঘ্ন সিনহা জয়লাভ করেন। 4বারের জয়ী অধীর চৌধুরী পরাজয় বাহরমপুর বাসী মর্মাহত। পশ্চিম বঙ্গে রাজ্যে রাজনীতিতে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর আবেগ কে মূল্য দিতেন বহরমপুরে প্রাণ অধীর চৌধুরী এই জেলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কণ্ঠ ছিলেন। তমলুক থেকে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় জয় লাভ করেন। হিমাচল প্রদেশ থেকে জয়লাভ করে অনুরাগ ঠাকুর দলের মুখপাত্র হিসেবে বলেন আবার নরেন্দ্র মোদী সরকার গড়বে। অসমের ধুবড়ী থেকে ইউ ডি ইফ নেতা বদরউদ্দিন আজমল পরাজয় বরণ করেন। কংগ্রেস সভাপতি মল্লিকা খরগে বলেন নরেন্দ্র মোদী বিরোধী ম্যান্ডেট মিলেছে। মোদির নৈতিক পরাজয় ঘটেছে। মোদী দেশের সংবিধান কে অবজ্ঞা করছিলেন। তার প্রচার সব ইতিহাস ভেঙে দিয়েছে। কংগ্রেস একাই 100আসন পেয়েছে। ইন্ডিয়া জোট 233টি আসন পেয়ে এক মজবুত স্থিতি লাভ করেছে।রাহুল গান্ধী বলেন নরেন্দ্র মোদি ,অমিত শাহ দেশের কাঠামো ভেঙে দিয়েছেন।সংবিধান ভাঙতে চাইছেন। অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেফতার করেছে, ইডি সিবিআই কে ব্যবহার করেছেন। দেশের ভোটাররা রায় দিয়ে বলেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ কে তারা চাননা।। কংগ্রেস দলের সংবিধান রক্ষার গনতন্ত্রকে রক্ষার আন্দোলনে জারি থাকবে । রাহুল গান্ধীর ভারত জড়ো আন্দোলন সফল হয়েছে।বিজেপি মুখপাত্র স্মৃতি ইরানি বলেন মোদী এবং আদিত্য যোগী বিজেপি দেশের পরিকাঠামো নব রূপে গড়েছেন। পাঁচ বছরে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দিয়েছেনতিনি অবশ্য হেরে গেছেন। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় বলেন নরেন্দ্র মোদির পদত্যাগ করা উচিত। বলেন আগেই পূর্বা ভাস দিয়েছিলাম বিজেপি 200বেশী পাবে না। ভোটের আগে ক নানা কারণে তৃনমূল সদস্যদের ভয় দেখানো হয়েছিল।বলেন রাজ্যে সিএ এ , জাতীয় পঞ্জি হতে দেবনা।বলেন এই জয় দেশের জয় । ইডি সিবিএআই বন্ধ করার দাবী করেন।
কোন মন্তব্য নেই